শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
কবিতা

চলনবিল

মাকিদ হায়দার

ছড়ায় যখন দেবো আমি অন্তঃমিল

ঠিক তখুনি আসলো উড়ে শঙ্খ চিল

তার অভিযোগ গুরুতর

কোথায় পাবো চিংড়ি পুঁটি

শুকিয়ে গেছে চলনবিল।

 

চারিদিকে

লুটোপুটির মহোৎসব

সেথায় নাকি যোগ দিয়েছে

করিম চাচা, হোসেন আলী।

 

শকুন পাখি দেশ ছেড়েছে

কাঁদছে বসে গাছের ডালে

একশো জোড়া শঙ্খ চিল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর