তোমার আকাশে আমি প্রেমের পায়রা
উড়িয়েছিলাম
সাদা কালো মেঘের রঙে রাঙানো পালক
উঠোনে খেলেছিলাম কানামাছি
দুরন্ত বালক...
পিসি সরকারের ম্যাজিকের মতো একদিন
বদলে দিয়েছিলাম তোমার স্বপ্ন ঘড়ির কাঁটা
এই আষাঢ়ে আমার বর্ষায় তোমার ভালোবাসা
কখনো জোয়ার কখনো ভাটা!
একদিন তুমি প্রমোদ সাগরে তুলেছিলে
আটলান্টিক ঝড়
বন্দী করেছিলাম গহিন অন্তরে...