শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

চিঠি

জাহাঙ্গীর আলম জাহিদ

কতদিন পর, কতকাল পর

ছেঁড়া মলাটের বইয়ের ভেতর

পেয়েছি খুঁজে তোমার লেখা চিঠি।

 

তরতাজা কথা বুকে নিয়ে

প্রশান্তির সুরভী অঙ্গে মেখে

ঝরা বকুলের হাসি হেসে

উঠেছে জেগে, অদম্য প্রেমের স্মৃতি।

 

বারে বারে শুধু দেখি আর পড়ি

ধূসর রঙের স্বপ্নভরা চিঠি

হায় চিঠি! কত কাক্সিক্ষত চিঠি!

 

হৃদয় নিংড়ানো মনের কথা

ভোরের আভায় দিলো দেখা

জ্বেলেছে প্রেম! কত প্রত্যাশার চিঠি!

চিঠি! চির শাশ্বত! সোনাঝরা চিঠি!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর