এমন কাজল গহিন আঁখি
ভুলেও আমি তাকাই নাকি!
ঐ অতল নয়নে, চোখ পড়লে গো সই
হৃদয়জুড়ে আবর্জনা লুকিয়ে রাখি কই!
শাপলা ফোঁটা ঝিলের জল
শ্রাবণ ধারায় স্বচ্ছ টলমল
সেই জলেতে স্নাত হয়ে
গায়ের ময়লা যায় ধুয়ে
মনের নোংরা ওঠে ভেসে
জলের দর্পণ দেখে হাসে।
চোখ বুজে তাই, অনুভব করতে যে চাই
মন দিয়ে সাঁই, মনকে কেমনে করি যাচাই
মন তো প্রিয়ার, নিষ্কলুষ শ্বেত পাথর
কী করে বসাই, কালো নখের আঁচড়।
আমি না হয় লুকিয়ে থাকি, কালো মেঘের আড়ালে
হৃদয় তোমার উঠুক নাচি, রিমঝিম বৃষ্টির তালে।