ফুলের ভিতরে তৈরি হচ্ছে গন্ধ।
আকাশের গর্ভে তৈরি হচ্ছে সূর্য।
বৃষ্টির জন্য তৈরি হচ্ছে মেঘদল।
মনের মধ্যে তৈরি হচ্ছে আনন্দ।
সিংহের জন্য জন্ম নিচ্ছে হরিণ।
দিনের জন্য তৈরি হচ্ছে রাত্রি,
রাত্রির জন্য প্রস্তুত হচ্ছে দিন।
গাছের ডালে ডালে সুগন্ধি মুকুল,
নদী বানাতে সম্মত হয়েছে দু’কূল।
তোমার জন্য বড়ো হচ্ছি আমি,
আমার জন্য বড়ো হচ্ছো তুমি।