মুহূর্তরা মহাকাল হলে
কার কি দোষ, বলো!
আগুন তুমি আঙুলের ফাঁকে
ঠোঁটের মধ্যে জ্বলো
জানলার ফাঁকে তাকায় রাত্রি
আমাকে দেখতে আসে
ঘুম না আসা ক্লান্ত চোখে
কথার গল্প ভাসে
কথা কি দুপুর? কথার বিকাল
কথার গন্ধ শুঁকি
কথার মোহে বসেছিলাম
কথার মুখোমুখি
বাড়ির ছাদের রেলিংজুড়ে
কথারা বসে আছে
দিন চলে যায় রাত্রি আসে
কথারা কেন বাঁচে?
কথারা কেন জানে কোথায়
জমাটবদ্ধ ক্ষত?
কোনো এক দিন আমাদের খুব
কথা হতো কথা হতো!