পণ করেছি ধনুর্ভাঙা পণ,
মন হয়েছে আজকে উচাটন,
পথেই যখন বেরিয়ে এলাম
নেই পিছুটান আর,
মেনে নিলাম হার,
পাখির মতো পার হতে চাই
অথৈ পারাবার।
ডানায় রোদের ভালোবাসায়
অনেক আশায়
ফুল যদি না ফোটে,
কপালে যা ঘটে,
অথবা যা রটে,
কেউ না কেউ এগিয়ে এসে
বাড়িয়ে দেবে হাত,
কেটে যাবে বিনিদ্র সব রাত।
জ্যোৎস্নারাতে লাগুক আগুন বনে,
রাধার বৃন্দাবনে,
গোপন ধ্যানে বসবো আমি
সোনার সিংহাসনে।
কেমন কেমন করবে করুক
হৃদয় থেকে উপচে পড়ুক
তোমার মনের খেদ,
সব দরোজায় দেবে তালা
অনন্ত বিচ্ছেদ।