মূল্যবোধের বড় অবক্ষয়-
অবিশ্বাসের তীক্ষè সুতোয় বাঁধা মুহূর্তগুলো
কেবলই রং বদলায়।
শোষিত নির্জনতায়
বোধের দেওয়ালে সাঁটানো অপ্রত্যাশিত দুঃস্বপ্নের রাত
একরাশ ক্লান্তি নিয়ে
মগজের আনাচে-কানাচে হামাগুড়ি খায়।
ডিপ্রেশনের নিষ্ঠুরতা ভেঙে ধ্যানমগ্ন ভোরের সূর্য পাড়ি দিয়ে
আদিগন্ত ছিঁড়ে খুঁড়ে পৃথিবীর বৃত্তে আচীর্ন হবো।
ক্লান্তির অবসান ঘটিয়ে
ল্যাম্পপোস্টে রাখা ভয়ার্ত চোখগুলো দিয়ে
একসময় খুঁজে পাবো সৃষ্টির নিস্পর্শী আলো।
খুঁজে পাবো জীবনের নানান কৌশল
খুঁজে পাবো অবিমিশ্রিত উত্থিত ইশতেহার
খুঁজে পাবো অতৃপ্ত আত্মার স্কেচ
খুঁজে পাবো জন্ম-মৃত্যুর এফোঁড়-ওফোঁড়
খুঁজে পাবো নিবৃত্ত অনুচ্ছেদ
খুঁজে পাবো গাণিতিক আকাক্সক্ষার দ্রোহ
খুঁজে পাবো ভ্রষ্ট আত্মার নষ্ট বিবেক
খুঁজে পাবো অপ্রাপ্তির দীর্ঘশ্বাস।