সাঁকো ভেঙে গেলে
বিচ্ছিন্ন হয় দু’পাড়ের টান
বিষণ্নতায় গোলাপ ঝরে
কষ্ট বাড়ে
জলের স্রোতে ক্রমশ দীর্ঘ হয়
দহনের সন্তরণ,
সাঁকো ভেঙে গেলে
মানুষের চোখে হেঁটে আসে
অদ্ভুত আঁধার
আঙুল ভুলে যায় রোদের গল্প
পা ভুলে যায় পথ
মনের গহিনে বাড়ে জ্বরের উত্তাপ।
সাঁকো ভেঙে গেলে
বিচ্ছিন্ন হয় দু’পাড়ের টান
বিষণ্নতায় গোলাপ ঝরে
কষ্ট বাড়ে
জলের স্রোতে ক্রমশ দীর্ঘ হয়
দহনের সন্তরণ,
সাঁকো ভেঙে গেলে
মানুষের চোখে হেঁটে আসে
অদ্ভুত আঁধার
আঙুল ভুলে যায় রোদের গল্প
পা ভুলে যায় পথ
মনের গহিনে বাড়ে জ্বরের উত্তাপ।
৬ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন
৭ ঘণ্টা আগে | দেশগ্রাম