তার মুখশ্রী আঁকতে এঁকে ফেলি
একটি ভয়ংকর মুখোশ
জনারণ্যে ক্রোধের ধুলোয় উড়ে উড়ে ফুৎকার
মুখোশে ঢাকা মুখ।
লিচুতলায় আজও চারুকলা মাতিয়ে রেখেছে
সুখের স্মৃতিপট-
বৃষ্টি থেমে গেলে যেমন চিহ্ন থেকে যায়;
সদর রাস্তায় থমকে দাঁড়ায় কাদাজল-
নিভু নিভু মোমের আলোয় উদ্ভাসিত
সোনালি অতীত
নদীর তরঙ্গে বেজে চলেছে হারানো নূপুরের
ধ্বনি দীর্ঘকাল
তৃষ্ণার অশ্রুজলে আর সিক্ত হয় না চৈত্রের
খরাবিদ্ধ জমিন
ফেসবুকে ভেসে বেড়ায়
একটি ভয়ংকর মুখোশ
তার মুখশ্রী।