ফদিপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড় ও সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায় থানা পুলিশ।
ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে অবস্থিত যাত্রী ছাউনীর নিচে অজ্ঞাত এক পুরুষের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে অজ্ঞাত ব্যক্তিটি অসুস্থ অবস্থায় রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় ঘোরাফেরা করতে দেখেন তারা। বৃহস্পতিবার সকালে তার মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
অন্যদিকে, সালথায় অজ্ঞাত এক যুবকের (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা খালের পানিতে ভাসমান অবস্থায় লাশটি পড়ে ছিল।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে পুরুরা খালের পানিতে পাটের আশ ছাড়ানোর কাজ করতে গিয়ে লাশটি ভাসতে দেখেন শ্রমিকরা। লাশের পরনে একটি লুঙ্গি রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে খাল থেকে অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শীরের পচন ধরেছে। ধারনা করা হচ্ছে, লাশটি এলাকার কারো না, অন্য এলাকা থেকে ভেসে এসেছে। মরদেহের পরিচয় সনাক্তে আমরা কাজ করছি।
বিডি প্রতিদিন/এএম