বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত জেলা নওগাঁ। জেলার পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের রূপগ্রাম এগ্রো ফার্মে সুস্বাদু ও পুষ্টিকর বেগুনি রঙের বিদেশি ‘প্যাশন’ ফল চাষ শুরু করেছেন উচ্চশিক্ষিত তরুণ কৃষক সোহেল রানা। পরিশ্রমী উদ্যোক্তার ক্যাটাগরিতে চলতি বছর ‘চাকরি খুঁজব না চাকরি দেব’-এর পক্ষ থেকে রূপগ্রাম এগ্রো ফার্মকে ইউসুফ চৌধুরী সম্মাননা-২০১৮ প্রদান করা হয়। এই ফল থেকে ট্যাংয়ের মতো শরবত তৈরি হয় বলে দেশে ট্যাং ফল নামেও এর পরিচিতি আছে। পুষ্টির চাহিদা মেটাতে বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্পের পরিচালক ড. মেহেদী মাসুদ বলেন, ‘প্যাসিফ্লোরা ইডুলিস’ বৈজ্ঞানিক নামের বিদেশি এই ফলটি দেশে প্রথম চাষ শুরু হয়েছে সোহেল রানার হাত ধরেই। বিশ্বের বিভিন্ন দেশের ফলের বীজ, চারা এবং সায়ন সংগ্রহ করে নিজের বাগানে চাষ করা সোহেল রানার শখ। অন্তত ১২ জাতের নতুন ফলের গাছ রয়েছে তার বাগানে, এর অধিকাংশ গাছে ফল আসতেও শুরু করেছে। আমাদের দেশে হলুদ প্যাশন ফলের চাষ হচ্ছে গত ৫০ বছর ধরে কিন্তু বেগুনি রঙের প্যাশন ফল এই প্রথম। ফলটি বাণিজ্যিকভাবে চাষ করলে কৃষক লাভবান হবেন কারণ হলুদ প্যাশন ফলের চেয়ে এর ফলন দ্বিগুণ হয়। গত বছরের ৭ এপ্রিল কুমিল্লার মোহাম্মেদ বাহাদুর নামে একজন ইতালি প্রবাসী তাকে এই ফলের দুইটি চারা পাঠিয়েছিলেন। তার একটি তিনি উপহার দেন বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক এম এনামুল হককে। তিনি বলেন, ফলটি অত্যন্ত পুষ্টিকর। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে। সোহেল রানা জানান, ২০০৯ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করলেও কাজে তেমন মনোযোগ দিতে পারেননি। গ্রামের খেত-খামারই তাকে বেশি টানত। সোহেল রানার স্বপ্ন ছিল গ্রামে একটি কৃষি খামার করার, যেখানে থাকবে দেশ-বিদেশের নানা রঙের, নানা স্বাদের ফল। ২০১৫ সালে সোহেল রানা গ্রামে ফিরে যান, উদ্যোগ নেন কিছু একটা করার। নিজের ছোট ভাই আবদুল বারীকে সঙ্গে নিয়ে পৈতৃক জমিতে শুরু করেন ‘রূপগ্রাম এগ্রো ফার্মের’ কাজ। এরপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এখন তার বার্ষিক আয় ১০ থেকে ১২ লাখ টাকা। তিনি বলেন, প্যাশন ফলের চারাটি কিছুদিন টবে রেখে গত বছরের মে মাসে বাগানের একটি পুকুরপাড়ে রোপণ করি। এ বছর মার্চে গাছে ফুল আসতে শুরু করে। এখন পর্যন্ত গাছটিতে প্রায় দুই শতাধিক ফল ধরেছে।
শিরোনাম
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা