চুয়াডাঙ্গায় বিদেশি ফল আঙুর চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন চাষিরা। বিশেষ করে জীবননগর উপজেলার বেশ কিছু চাষির আঙুর বাগানে চলতি বছর পরিপূর্ণ ফল এসেছে। এ উপজেলায় ৩৫ বিঘা জমিতে কয়েকটি জাতের আঙুর চাষ হয়েছে। অন্তত ৩০০ মণ আঙুর উৎপাদনের আশা করছেন উদ্যোক্তারা। জীবননগর উপজেলার রায়পুর, মানিকপুর ও হাসাদহ গ্রামের আঙুর বাগানে গিয়ে দেখা যায়, থোকায় থোকায় ঝুলছে আঙুর ফল। এক একটি থোকা দেখে মনে হচ্ছে মাচা ভেঙে পড়বে। মাচার নিরাপত্তায় শক্ত বাঁশ দেওয়া হয়েছে। গাছে ফল আসার পর পাখির উৎপাত ঠেকাতে ফলে থোকা ‘ব্যাগ ইন’ বা ‘নেটিং’ করে রাখা হয়েছে। রায়পুর গ্রামের চাষি সাদ্দাম হোসেন বলেন, ‘প্রায় তিন একর জমিতে আঙুরের চাষ করছি। ২০২২ সাল থেকে আঙুর নিয়ে কাজ করছি।’ দুই বছর থেকে তাদের বাগানে আঙুর ধরছে। এ বছর অনেকটা বেশি ফল এসেছে তাদের আঙুর বাগানে। একটি গাছে ১৫ থেকে ২০ কেজি ফল পাওয়া যাবে বলে জানান। চাষি আবদুর রহিম জানান, তারা বেশ কিছু আঙুরের জাত নিয়ে কাজ করছেন। তবে ৫-৬টি জাতের আঙুরে বাণিজ্যিক
সম্ভাবনা দেখছেন তারা। এর মধ্যে বাইকুনুর, ডিক্সন, অ্যাকোলো, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি জাতের আঙুর বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিচ্ছে। রহিম বলেন, ‘এ বছর আমার বাগানে যে ফল হয়েছে তা বেশ সুমিষ্ট। এ কারণে পাইকারি ক্রেতারা বাগানে এসেই ফল নিয়ে যাচ্ছে।’ আঙুর চাষি হৃদয় হোসেন বলেন, ‘এক বিঘা জমিতে ২০০ থেকে ৩০০ আঙুর গাছ লাগানো যায়। এতে খরচ হয় দেড় থেকে দুই লাখ টাকা। অন্যদিকে পরিপূর্ণ ফল এলে বিঘায় বছরে চার-পাঁচ লাখ টাকার আঙুর বিক্রি করা সম্ভব। আঙুর গাছে বছরে দুবার ফল হয়। গাছ লাগানোর পর মাচায় উঠলে নিয়মমতো প্রুনিং করে ফলন বাড়ানো হয়। অল্প পরিচর্যাতেই আঙুর চাষ সম্ভব। এ জন্য এ চাষে ভালো সম্ভাবনা রয়েছে।’ চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, ‘কৃষিবিভাগ বরাবরই চুয়াডাঙ্গার চাষিদের ব্যতিক্রমী চাষে উৎসাহ দিয়ে আসছে। সে ধারাবাহিকতায় জেলার বেশ কিছু কৃষক আঙুরের চাষ করছেন। তাদের মধ্যে সম্ভাবনা দেখা যাচ্ছে। কিছু কিছু জমিতে মিষ্টি জাতের আঙুর হচ্ছে। যা এ জেলার চাষিদের অনুপ্রাণিত করছে।’
শিরোনাম
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
আঙুর চাষে চমক
জামান আখতার, চুয়াডাঙ্গা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর