চুয়াডাঙ্গায় বিদেশি ফল আঙুর চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন চাষিরা। বিশেষ করে জীবননগর উপজেলার বেশ কিছু চাষির আঙুর বাগানে চলতি বছর পরিপূর্ণ ফল এসেছে। এ উপজেলায় ৩৫ বিঘা জমিতে কয়েকটি জাতের আঙুর চাষ হয়েছে। অন্তত ৩০০ মণ আঙুর উৎপাদনের আশা করছেন উদ্যোক্তারা। জীবননগর উপজেলার রায়পুর, মানিকপুর ও হাসাদহ গ্রামের আঙুর বাগানে গিয়ে দেখা যায়, থোকায় থোকায় ঝুলছে আঙুর ফল। এক একটি থোকা দেখে মনে হচ্ছে মাচা ভেঙে পড়বে। মাচার নিরাপত্তায় শক্ত বাঁশ দেওয়া হয়েছে। গাছে ফল আসার পর পাখির উৎপাত ঠেকাতে ফলে থোকা ‘ব্যাগ ইন’ বা ‘নেটিং’ করে রাখা হয়েছে। রায়পুর গ্রামের চাষি সাদ্দাম হোসেন বলেন, ‘প্রায় তিন একর জমিতে আঙুরের চাষ করছি। ২০২২ সাল থেকে আঙুর নিয়ে কাজ করছি।’ দুই বছর থেকে তাদের বাগানে আঙুর ধরছে। এ বছর অনেকটা বেশি ফল এসেছে তাদের আঙুর বাগানে। একটি গাছে ১৫ থেকে ২০ কেজি ফল পাওয়া যাবে বলে জানান। চাষি আবদুর রহিম জানান, তারা বেশ কিছু আঙুরের জাত নিয়ে কাজ করছেন। তবে ৫-৬টি জাতের আঙুরে বাণিজ্যিক
সম্ভাবনা দেখছেন তারা। এর মধ্যে বাইকুনুর, ডিক্সন, অ্যাকোলো, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি জাতের আঙুর বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিচ্ছে। রহিম বলেন, ‘এ বছর আমার বাগানে যে ফল হয়েছে তা বেশ সুমিষ্ট। এ কারণে পাইকারি ক্রেতারা বাগানে এসেই ফল নিয়ে যাচ্ছে।’ আঙুর চাষি হৃদয় হোসেন বলেন, ‘এক বিঘা জমিতে ২০০ থেকে ৩০০ আঙুর গাছ লাগানো যায়। এতে খরচ হয় দেড় থেকে দুই লাখ টাকা। অন্যদিকে পরিপূর্ণ ফল এলে বিঘায় বছরে চার-পাঁচ লাখ টাকার আঙুর বিক্রি করা সম্ভব। আঙুর গাছে বছরে দুবার ফল হয়। গাছ লাগানোর পর মাচায় উঠলে নিয়মমতো প্রুনিং করে ফলন বাড়ানো হয়। অল্প পরিচর্যাতেই আঙুর চাষ সম্ভব। এ জন্য এ চাষে ভালো সম্ভাবনা রয়েছে।’ চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, ‘কৃষিবিভাগ বরাবরই চুয়াডাঙ্গার চাষিদের ব্যতিক্রমী চাষে উৎসাহ দিয়ে আসছে। সে ধারাবাহিকতায় জেলার বেশ কিছু কৃষক আঙুরের চাষ করছেন। তাদের মধ্যে সম্ভাবনা দেখা যাচ্ছে। কিছু কিছু জমিতে মিষ্টি জাতের আঙুর হচ্ছে। যা এ জেলার চাষিদের অনুপ্রাণিত করছে।’
শিরোনাম
- যুক্তরাজ্যে সেই চীনা ক্রিপ্টোকুইনের ১১ বছর ৮ মাসের কারাদণ্ড
- নতুন পে স্কেল বাস্তবায়নের ফ্রেমওয়ার্ক তৈরি করবে সরকার: অর্থ উপদেষ্টা
- যুক্তরাষ্ট্রে গেলেন সোহেল তাজ
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান গ্রেফতার
- নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো অর্থোপেডিক অপারেশন
- ইসরায়েলি ফুটবল দলকে নিষিদ্ধ করতে উয়েফাকে চিঠি
- রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন
- মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাৎ
- কেন ফ্রান্সের ওপর চটেছেন ট্রাম্প?
- দ্বাদশ সংসদের এমপিদের অখালাস ৩১টি গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর
- গাজা সীমান্তে বড় সেনা ঘাঁটি বানানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত
- শিবচরে মহাসড়কে তল্লাশি, অস্ত্র ও গুলি উদ্ধার
- নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
- সিলেটে গ্রেপ্তার আ.লীগ নেতা কারাগারে
- এবার বাণিজ্যমেলা দুই আসরে, যেদিন থেকে শুরু
- রাতে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ
- আফগানিস্তানে আবারও হামলার হুঁশিয়ারি পাকিস্তানের
- উত্তরায় মাইক্রোবাসে আগুন
- আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
আঙুর চাষে চমক
জামান আখতার, চুয়াডাঙ্গা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর