শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কয়েকজন শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা শুরু করেছেন। জীবনের দায়বদ্ধতা আর স্বপ্নপূরণের মাঝপথে দাঁড়িয়ে নিজের খরচ নিজেরাই আয় করছেন। ছেলেদের তিনটি আবাসিক হলের মাঝে বিকাল হলেই দেখা মেলে কেউ কলা, মধু, দই-চিড়া, কেউ কেউ আবার ডিম ও খেজুর বিক্রি করছেন। এই উদ্যোক্তাদের বড় সামাজিক বার্তার বাহক হিসেবে দেখছেন অনেকে। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা, কাজকে ছোট না ভাবা এবং স্বপ্নের পেছনে ছুটে চলাই যেন এই শিক্ষার্থীদের পথনির্দেশনা। সারা দিন ক্লাস, পরীক্ষা, সেমিনার ও অ্যাসাইনমেন্টের ব্যস্ততা তবুও দমে যাচ্ছেন না তারা। দিনদিন আরও শিক্ষার্থী এগিয়ে আসছেন বিকল্প উপার্জনের পথে। পাঠ্যবইয়ের গণ্ডি ছাড়িয়ে হাতেকলমে জীবনের পাঠ নিচ্ছেন তারা। শুধু অর্থনৈতিক কারণ নয়, অনেকে এটি দেখছেন বাস্তব জীবনের প্রস্তুতির অংশ হিসেবে। ব্যবসার মাধ্যমে অনেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, শিখছেন বাজার বিশ্লেষণ, গ্রাহক ব্যবস্থাপনা ও আয়-ব্যয়ের হিসাব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করছেন, এই উদ্যোগ শুধু আর্থিক স্বাবলম্বন নয়, পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, উদ্যম ও সমস্যা মোকাবিলার ক্ষমতাকেও বাড়িয়ে দিচ্ছে। উদ্যোক্তা হওয়ার ইচ্ছে থাকলেও কিছু সমস্যার মুখোমুখি হয়েছেন এই স্বপ্নবাজ উদ্যোক্তারা। বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত জায়গা, স্টল অনুমোদন না থাকায় রাস্তায় দাঁড়িয়ে খোলা আকাশের নিচে পণ্য বিক্রি করতে হচ্ছে তাদের। সিলেট বৃষ্টিপ্রবণ অঞ্চল হওয়ায় বৃষ্টি হলে ব্যবসা বন্ধ রাখতে হয় তাদের। অস্থায়ী দোকান বা ছোট ব্যবসার জন্য নির্ধারিত কোনো জায়গা না থাকায় অনেক সময় নিরাপত্তা ও অবকাঠামোগত সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও জানিয়েছেন এ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে স্টল কিংবা নির্দিষ্ট জায়গা থাকলে অন্য শিক্ষার্থীরাও ব্যবসায় আগ্রহী হতেন বলে জানিয়েছেন অনেকেই। তরুণ উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, সারা দিন ক্লাস পরীক্ষা শেষে বিকালে কিছু সময় আমরা কয়েকজন পুষ্টিকর খাবার সরবরাহ করে থাকি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সীমিত আকারে স্টল কিংবা ছাউনির ব্যবস্থা করলে সবার জন্য ভালো হতো।
শিরোনাম
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
- আগামী সপ্তাহের যেকোনও সময় গাজায় যুদ্ধবিরতি: ট্রাম্প
- গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৫১
- ‘নারীকে অধিকারহীন রেখে কোনভাবেই রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়’
- আদালতে সাবেক সিইসি নুরুল হুদার দায় স্বীকার
- চট্টগ্রামে আরও ১৫ জনের করোনা শনাক্ত
- মাগুরায় আন্তঃজেলা চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার
- স্কুলছাত্র-পর্যটক-রিসোর্টে মাদক সরবরাহকারী আটক
- ৫০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ
- আখাউড়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে আইন পাস
ক্লাসের ফাঁকে ব্যবসা
উদ্যোক্তা হওয়ার স্বপ্ন শাবি শিক্ষার্থীদের
মো. মোফাজ্জল হক, শাবিপ্রবি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর