কুমিল্লা নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠ। চলছে মালেকা মমতাজ বালিকা উচ্চবিদ্যালয় ও শৈলরাণী দেবী বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের ক্রিকেট টুর্নামেন্ট। মাঠের পশ্চিম পাশে দর্শকদের জটলা। খেলার আয়োজক কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচিকাঁচার মেলা। হীরকজয়ন্তী উপলক্ষে এ আয়োজন করা হয়। জটলার পাশে আয়োজকসহ অন্যরা অবস্থান করছেন। তাঁদের মাঝে একজন নারী বসে আছেন। তিনি কুমিল্লার প্রথম নারী স্কোরার। একজন নারীকে স্কোরিং করতে দেখে তাঁকে অনেকে দেখছেন আগ্রহভরে। এই দৃশ্য ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকের। এরপর তিনি একাধিক খেলার স্কোরিং করেন। তিনি নাসরিন সুলতানা লাইজু। লাইজু কাগজ কলমে আঁকেন খেলার চিত্রনাট্য। তিনি স্কোরিংয়ে এগিয়ে যেতে চান। পরিবারের সূত্র জানায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া গ্রামের বাসিন্দা কৃষি কর্মকর্তা অহিদুর রহমান ও হোসনেয়ারা বেগমের পাঁচ মেয়ে দুই ছেলের মধ্যে তিনি পঞ্চম। তিনি ফরিদা বিদ্যায়তন, সোনার বাংলা কলেজ হয়ে ভিক্টোরিয়া কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরিবারের মধ্যে লাইজুর মেজো বোন আইরিন সুলতানা ভলিবল খেলতেন। নাসরিন সুলতানা লাইজু জানান, তিনি স্কুলে ভলিবল খেলতেন। গার্লস গাইডের সঙ্গে যুক্ত ছিলেন। স্কুল প্যারেডে নেতৃত্ব দিতেন। তাঁর খেলার প্রতি খুব আগ্রহ ছিল। কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচিকাঁচার মেলার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত খেলার সময় নিজেকে জড়িত করতে চেয়েছেন। স্কোরিংয়ে আগ্রহ প্রকাশ করেন। ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু সহযোগিতা করেন। প্রথম দিন ভুল হচ্ছিল। দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন। জেনু তাঁকে বললেন, তুমি পারবে। পরের দিন থেকে ভালো লাগতে শুরু করে। পুরো টুর্নামেন্টে স্কোরিং করেন। স্বামী সাইফুল ইসলাম মেরিন ইঞ্জিনিয়ার। প্রশিক্ষণ ও সুযোগ পেলে স্কোরিং নিয়মিত করতে চান বলে জানান লাইজু। সাবেক ক্রিকেটার রফিকুল ইসলাম সোহেল বলেন, ‘কুমিল্লা অগ্রসর জেলা। তবে এখানে এখনো নারী আম্পায়ার ও নারী স্কোরার তৈরি হয়নি। লাইজুর এই পথচলা নারীদের জন্য উৎসাহব্যাঞ্জক। সুযোগ পেলে লাইজুরা আরও অনেক দূর এগিয়ে যাবেন।’ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ম্যানেজার বদরুল হুদা জেনু বলেন, ‘স্কোরিং খুব সহজ কাজ নয়। তাঁকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হয়। ব্যাটসম্যান কত রান করলেন, কতক্ষণ মাঠে ছিলেন, তাঁর জুটিতে কত রান হয়েছে। বোলার কত উইকেট পেয়েছেন ইত্যাদি খুঁটিনাটি তুলে ধরতে হয়। তিনি কুমিল্লার প্রথম নারী স্কোরার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। প্রশিক্ষণ দিয়ে তাঁকে আরও এগিয়ে দেয়া যেতে পারে।’
শিরোনাম
- জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ
- রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু ভারতের
- আবারও ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল, অনেকে হতাহত
- জেন-জি আন্দোলন : নেপালে নিহত বেড়ে ৩০
- রপ্তানিকারকদের শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেবে এনবিআর
- যুক্তরাজ্যে সফররত ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
- বিএনপির বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা আব্বাস
- সাফারি পার্কে পেছন থেকে সিংহের আক্রমণ, পরিচর্যাকারী নিহত
- জাতিসংঘ পরিদর্শকদের পরমাণু স্থাপনায় প্রবেশ প্রত্যাখ্যান ইরানের
- অস্থিরতার সুযোগে নেপালে জেল থেকে পালিয়েছে ১৩৫৭২ বন্দি
- বিসিএস পরীক্ষার নিরাপত্তায় ১২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- অবৈধ অভিবাসন রোধে ইইউ’র সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বৃহস্পতিবার
- রুশ ড্রোনের অনুপ্রবেশ, ন্যাটোর অনুচ্ছেদ ৪ প্রয়োগের আহ্বান পোল্যান্ডের
- ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়ে উচ্ছ্বসিত তরুণরা
- সিরাজগঞ্জে জাল টাকাসহ কারবারি আটক
- বগুড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা বাস্তবায়নে মতবিনিময়
- ৩৩ বছর পর বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন বৃহস্পতিবার
- চালু হলো নেপালের ত্রিভূবন বিমানবন্দর
কাগজ কলমে আঁকেন খেলার চিত্রনাট্য
কুমিল্লার প্রথম নারী স্কোরার লাইজু
খেলার স্কোরিং খুব সহজ কাজ নয়। তাঁকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হয়। সে কাজটি করছেন নাসরিন সুলতানা লাইজু। কুমিল্লার প্রথম নারী স্কোরার তিনি। প্রশিক্ষণ দিয়ে তাঁকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের...
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর