কুমিল্লা নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠ। চলছে মালেকা মমতাজ বালিকা উচ্চবিদ্যালয় ও শৈলরাণী দেবী বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের ক্রিকেট টুর্নামেন্ট। মাঠের পশ্চিম পাশে দর্শকদের জটলা। খেলার আয়োজক কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচিকাঁচার মেলা। হীরকজয়ন্তী উপলক্ষে এ আয়োজন করা হয়। জটলার পাশে আয়োজকসহ অন্যরা অবস্থান করছেন। তাঁদের মাঝে একজন নারী বসে আছেন। তিনি কুমিল্লার প্রথম নারী স্কোরার। একজন নারীকে স্কোরিং করতে দেখে তাঁকে অনেকে দেখছেন আগ্রহভরে। এই দৃশ্য ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকের। এরপর তিনি একাধিক খেলার স্কোরিং করেন। তিনি নাসরিন সুলতানা লাইজু। লাইজু কাগজ কলমে আঁকেন খেলার চিত্রনাট্য। তিনি স্কোরিংয়ে এগিয়ে যেতে চান। পরিবারের সূত্র জানায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া গ্রামের বাসিন্দা কৃষি কর্মকর্তা অহিদুর রহমান ও হোসনেয়ারা বেগমের পাঁচ মেয়ে দুই ছেলের মধ্যে তিনি পঞ্চম। তিনি ফরিদা বিদ্যায়তন, সোনার বাংলা কলেজ হয়ে ভিক্টোরিয়া কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরিবারের মধ্যে লাইজুর মেজো বোন আইরিন সুলতানা ভলিবল খেলতেন। নাসরিন সুলতানা লাইজু জানান, তিনি স্কুলে ভলিবল খেলতেন। গার্লস গাইডের সঙ্গে যুক্ত ছিলেন। স্কুল প্যারেডে নেতৃত্ব দিতেন। তাঁর খেলার প্রতি খুব আগ্রহ ছিল। কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচিকাঁচার মেলার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত খেলার সময় নিজেকে জড়িত করতে চেয়েছেন। স্কোরিংয়ে আগ্রহ প্রকাশ করেন। ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু সহযোগিতা করেন। প্রথম দিন ভুল হচ্ছিল। দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন। জেনু তাঁকে বললেন, তুমি পারবে। পরের দিন থেকে ভালো লাগতে শুরু করে। পুরো টুর্নামেন্টে স্কোরিং করেন। স্বামী সাইফুল ইসলাম মেরিন ইঞ্জিনিয়ার। প্রশিক্ষণ ও সুযোগ পেলে স্কোরিং নিয়মিত করতে চান বলে জানান লাইজু। সাবেক ক্রিকেটার রফিকুল ইসলাম সোহেল বলেন, ‘কুমিল্লা অগ্রসর জেলা। তবে এখানে এখনো নারী আম্পায়ার ও নারী স্কোরার তৈরি হয়নি। লাইজুর এই পথচলা নারীদের জন্য উৎসাহব্যাঞ্জক। সুযোগ পেলে লাইজুরা আরও অনেক দূর এগিয়ে যাবেন।’ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ম্যানেজার বদরুল হুদা জেনু বলেন, ‘স্কোরিং খুব সহজ কাজ নয়। তাঁকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হয়। ব্যাটসম্যান কত রান করলেন, কতক্ষণ মাঠে ছিলেন, তাঁর জুটিতে কত রান হয়েছে। বোলার কত উইকেট পেয়েছেন ইত্যাদি খুঁটিনাটি তুলে ধরতে হয়। তিনি কুমিল্লার প্রথম নারী স্কোরার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। প্রশিক্ষণ দিয়ে তাঁকে আরও এগিয়ে দেয়া যেতে পারে।’
শিরোনাম
- ইসলাম ধর্ম গ্রহণ করলেন কেনিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী
- মুসলিম যুবকদের প্রতি প্রোগ্রামিং ও এআই শেখার আহ্বান
- ওড়িশায় যৌন হয়রানির বিচার না পেয়ে গায়ে আগুন দেয়া সেই ছাত্রী মারা গেছে
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৫ জুলাই)
- ট্রাস্টের আড়ালে কর ফাঁকির প্রবণতা
- হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন ১৮৩ ভিআইপি
- অর্থনীতি গতিশীল রাখতে নির্বাচন জরুরি
- ঐকতানে অনৈক্য : সেনাপ্রধানের বার্তা ভুলে গেছেন রাজনীতিকরা
- বাংলাদেশকে ছোট ভাই না, সমান মনে করতে হবে
- সেই সতর্কবার্তা এখন গুরুত্ব পাচ্ছে, রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি চরমে
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
কাগজ কলমে আঁকেন খেলার চিত্রনাট্য
কুমিল্লার প্রথম নারী স্কোরার লাইজু
খেলার স্কোরিং খুব সহজ কাজ নয়। তাঁকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হয়। সে কাজটি করছেন নাসরিন সুলতানা লাইজু। কুমিল্লার প্রথম নারী স্কোরার তিনি। প্রশিক্ষণ দিয়ে তাঁকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের...
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর