বিশ্বে ডেঙ্গুর প্রাদুর্ভাব মহাচিন্তার কারণ। ডেঙ্গুর লাগাম টানা খুবই মুশকিল। সমাধান খুঁজছেন বিজ্ঞানীরা। এবার বিজ্ঞানীরা ডেঙ্গুর বিস্তার বন্ধ রোধে মশাকে বধির করার পরিকল্পনা।
বিজ্ঞানীরা টিআরপিভিএ নামের একটি প্রোটিন পর্যবেক্ষণ। যা মশার শ্রবণের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রোটিন নিষ্ক্রিয় করে মশাকে বধির করা গেলে ডেঙ্গুর বিস্তার বন্ধ হতে পারে।
সাধারণত পুরুষ এডিস নারী এডিস মশার ডানার স্পন্দনে আকৃষ্ট হয়। বিজ্ঞানীরা ডেঙ্গু, হলুদ জ্বর ও জিকার মতো মশাবাহিত রোগের বিরুদ্ধে লড়াই করার অনন্য উপায় হিসেবে মশাকে বধির করার পথ খুঁজে পেয়েছেন। পুরুষ মশাকে বধির করে দিলে তারা সঙ্গম করতে পারবে না, তখন মশার বংশবৃদ্ধি করতে পারবে না। পুরুষ ও নারী উভয় মশা উড়ার সময় এক স্পন্দনে ডানা ঝাকালে মৃদু শব্দ উৎপন্ন করে। এডিস পুরুষরা এই স্পন্দনের প্রতি আকৃষ্ট হয়ে ছুটে যায় নারী মশার দিকে।
গবেষণায়, জিনগত পরিবর্তনের পরে তিন দিন একই খাঁচায় রাখার পরেও নারী মশার সঙ্গে পুরুষ মশার কোনো যোগাযোগ হয়নি। সাধারণ অবস্থায় পুরুষ মশা নারী মশার সঙ্গে যোগাযোগ করার ২০ সেকেন্ডের মধ্যে সঙ্গমে যায়। এক মিনিটেরও কম সময়ের মধ্যে এডিস মশা সঙ্গম ও প্রজনন সম্পন্ন করে। জিনগত পরিবর্তনের পরে মশার নিউরনে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। মশার শ্রবণ উদ্দীপনার প্রতিক্রিয়ায় তেমন কোনো প্রভাব দেখা যায়নি।
স্ত্রী এডিস মশা প্রতিবছর প্রায় ৪০ কোটি মানুষের মধ্যে রোগ ছড়ায়। বিজ্ঞানীরা মনে করেন মশাকে বাচ্চা হওয়া থেকে বিরত রাখতে পারলে সামগ্রিকভাবে মশার সংখ্যা কমবে। যদি পুরুষ মশারা সঙ্গম করতে না পারে, তাহলে নতুন মশার ডিম নিষিক্ত হবে না।
বিডি প্রতিদিন/নাজমুল