কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা জো ভেলাইডামের বাড়ির নিরাপত্তা ক্যামেরায় উল্কাপিণ্ডের আঘাতের ভিডিওসহ শব্দ ধারণ হয়েছে। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি পৃথিবীতে উল্কাপিণ্ডের আঘাতের প্রথম রেকর্ডকৃত শব্দ।
২০২৪ সালের জুলাই মাসে বিকালের দিকে জো ভেলাইডাম ও তার সঙ্গী লরা কেলি যখন তাদের কুকুর নিয়ে বাইরে হাঁটতে যান, তখন এই ঘটনা ঘটে। বাড়ি ফিরে এসে তারা দেখেন, তাদের হাঁটার পথটি ধূলো আর ছোট পাথরের টুকরোয় ভরা। প্রথমে তারা ভেবেছিলেন, হয়তো ছাদের কোনো অংশ ভেঙে পড়েছে।
তবে কেলির বাবা-মা, যারা কাছেই থাকেন, জানান, তারা একটি প্রচণ্ড শব্দ শুনেছেন। তারা ধারণা করেছিলেন, এটি উল্কাপিণ্ড আঘাত হতে পারে। এরপর ভেলাইডাম তার নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে নিশ্চিত হন, এটি আসলে একটি উল্কাপিণ্ডের আঘাত ছিল।
অ্যালবার্টা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক ক্রিস হার্ড ঘটনাটিকে ‘প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে পাওয়া প্রথম উল্কাপিণ্ড’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, শার্লটটাউন উল্কাপিণ্ড এমন এক অসাধারণ উপায়ে তার আগমন জানিয়েছে, যা আগে কখনো রেকর্ড হয়নি। শব্দসহ উল্কাপিণ্ডের আঘাতের এমন নথিভুক্তি পৃথিবীর প্রাকৃতিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে।
উল্কাপিণ্ডের ভগ্নাংশ পরীক্ষা করে জানা গেছে, এটি প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের প্রথম উল্কাপিণ্ড। এর রেকর্ডকৃত শব্দ প্রমাণ করে, এমন ঘটনা পৃথিবীতে বিরল।
এই ঘটনা শুধু স্থানীয় নয়, বৈজ্ঞানিক মহলেও ব্যাপক সাড়া ফেলেছে। উল্কাপিণ্ডের আঘাতের শব্দ ধারণের নজির পৃথিবীর ইতিহাসে প্রথম। এটি বিজ্ঞানীদের জন্য মহাকাশীয় পাথরের আচরণ এবং পৃথিবীতে তার প্রভাব সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করবে।
এই অভিজ্ঞতা শুধু প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের জন্য নয়, পুরো বিশ্বেই এক ব্যতিক্রমী বৈজ্ঞানিক ঘটনা হিসেবে চিহ্নিত হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল