সোমবার, ২২ মার্চ, ২০২১ ০০:০০ টা

আমেরিকান আর্মিতে মেজর বাংলাদেশি মনসুর

আমেরিকান আর্মিতে মেজর বাংলাদেশি মনসুর

আমেরিকা সেনাবাহিনীর ক্যাপ্টেন থেকে মেজর পদে উন্নীত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডা. মনসুর আলী। বাংলাদেশি-আমেরিকান হিসেবে এমন অর্জন এটিই প্রথম। টেক্সাসের ফোর্ট হুড আর্মি বেজের ডার্নাল আর্মি মেডিকেল সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডা. মনসুর আলী ক্যাপ্টেন থেকে ইউএস আর্মির মেডিকেল কর্পস’র মেজর হিসেবে পদোন্নতি লাভ করেন। অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান কর্নেল এম ডি কিম ডিলিও। সেখানে উপস্থিত ছিলেন মেজর এন্ডারসন এম ডি, সার্জেন্ট টিটারলি প্রমুখ। অনুষ্ঠানে মেজর ডা. মনসুর আলীর পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবা কেরামত আলী, স্ত্রী ফাহমিদা আলী ও ছেলে ইব্রাহীম আলী। ১৯৯৬ সালে বাবা-মার হাত ধরে অভিবাসী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন তিনি। ডা. মনসুরের পৈতৃক আবাস ছিল বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে। উন্নত জীবন গঠনে তাদের এই আমেরিকা পাড়ি জমানো বৃথা যায়নি। তার প্রমাণ মিলল ডা. মনসুর আলীর এই অর্জনে। ডা. মনসুর আলী পড়াশোনা করেছেন আমেরিকায়ই। যোগ্যতার বিচারে সুযোগ পেয়েছিলেন সে দেশের সেনাবাহিনীতে।

সর্বশেষ খবর