সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

টানা গোলের রেকর্ড ভার্ডির

ক্রীড়া ডেস্ক

টানা গোলের রেকর্ড ভার্ডির

রেকর্ডটা হওয়ার ঠিক পরের মুহূর্তেই ডাচ তারকা রুড ফন নিস্তলরয়ের কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়ে গেলেন জেমি ভার্ডি। নিস্তলরয় তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, তুমিই এখন নাম্বার ওয়ান। ততোক্ষণে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে স্থাপিত হয়েছে নতুন মাইলফলক। টানা এগার ম্যাচে গোল করে লিস্টার সিটির ইংলিশ স্ট্রাইকার জেমি ভার্ডি ছাড়িয়ে গেছেন সাবেক ডাচ তারকা নিস্তলরয়কে। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে নিস্তলরয় টানা ১০ ম্যাচে গোল করেছিলেন। ওটাই ছিল এ যাবতকালে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা। শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করেই নিস্তলরয়ের রেকর্ডটা ভাঙলেন ভার্ডি। তার গোলেই লিস্টার সিটি রেড ডেভিলদের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে।

জেমি ভার্ডি ২৮ বছরের এক ইংলিশ তরুণ। যার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছে বলতে গেলে এইতো সেদিন। ইংল্যান্ডের জার্সিতে সবে ৪টা ম্যাচ খেলেছেন। কিন্তু চলতি মৌসুমের শুরু থেকেই তিনি দুর্দান্ত। লিস্টার সিটিকে তুলে এনেছেন পয়েন্ট তালিকার শীর্ষে। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট করেছে লিস্টার সিটি। সমান পয়েন্ট রয়েছে ম্যানসিটিরও। চলতি মৌসুমে টানা ১১ ম্যাচে গোল করেছেন জেমি ভার্ডি। সব মিলিয়ে ১৪ গোল করেছেন লিগে। তালিকায় শীর্ষেই অবস্থান করছেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলে তার কদর এবার অনেকটা বাড়বে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা গোল করে রেকর্ড গড়লেও ভার্ডি এখনো ইউরোপীয়ান ফুটবল লিগগুলোর মধ্যে টানা গোলের রেকর্ডে অনেকটাই পিছিয়ে আছেন। লিওনেল মেসি আছেন এই তালিকায় সবার উপরে। তিনি টানা ২১ ম্যাচে গোল করেছেন লা লিগায়। গার্ড মুলার বহু বছর আগে জার্মান বুন্দেসলিগায় টানা ১৬ ম্যাচে গোল করেছিলেন। তাছাড়া ক্রিস্টিয়ানো রোনালদো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা ৮ ম্যাচে গোল করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচে গোল করে রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত ভার্ডি বলছেন, ‘আমি দারুণ আনন্দিত এ গোলের পর। তবে ম্যাচটা জিততে না পারায় আমরা হতাশ।’ ভার্ডির লিস্টার সিটি এবার যে গতিতে সামনে এগিয়ে যাচ্ছে, তাতে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের পথে ফেবারিটদের বেশ কঠিন লড়াই করতে হবে।

সর্বশেষ খবর