এসে গেল দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস। ৫ ফেব্রুয়ারি থেকে ভারতের শিলং ও গৌহাটিতে এ গেমস শুরু হবে। শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। সব আয়োজন সম্পন্ন। এখন শুধু পর্দা ওঠার অপেক্ষা। ১৯৮৪ সাফ গেমসের যাত্রা হয়। নবম গেমসেই নাম পরিবর্তন করা হয়। যা এখন এসএ গেমস বলেই পরিচিত। এটি ১২তম সাউথ এশিয়ান গেমস। ১৯৮৭ কলকাতা ও ১৯৯৫ সালে মাদ্রাজে সাফ গেমস অনুষ্ঠিত হয়। অর্থাৎ এ নিয়ে ভারত তৃতীয়বারের মতো এই গেমসের আয়োজন করতে যাচ্ছে। গেমসের প্রস্তুতি জানাতে ভারতের ক্রীড়া মন্ত্রণালয় ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এখন ঢাকায়। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে এসে এসএ গেমসের প্রস্তুতি নিয়ে তথ্য তুলে ধরেন প্রতিনিধি দল। ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কিরণ সনি গুপ্তা। অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব ড. এসএম বালি ও অশোক কুমার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রায় ৪ হাজার ক্রীড়াবিদ এই গেমসে অংশ নেবেন। ২৩ ডিসিপ্লিনের গেমসের বাজেট প্রায় ২০০ কোটি টাকা। ১৭ ভেন্যুতে এসব ইভেন্ট অনুষ্ঠিত হবে। ভারতে এর আগে সাফ গেমস ছাড়াও এশিয়ান কমনওয়েলথ গেমসও অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবেই প্রতিটি গেমস আয়োজন করেছে। বালি জানান, গেমস আয়োজনে ভারত পুরোপুরি প্রস্তুত। অংশগ্রহণকারী দেশের ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। আসাম ও মেঘালয়ে এবারই প্রথম এত বড় গেমস হচ্ছে। তাই বাড়তি নিরাপত্তা দেওয়া হবে। সুষ্ঠু আয়োজনে ভারত গেমসে কোনো ত্রুটি রাখবে না বলে প্রতিনিধিরা জানান। তারা আশা প্রকাশ করেন এসএ গেমসের আয়োজন সবার প্রশংসা কুড়াবে। ভারতের প্রতিনিধি দল না জানালেও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেমস উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। তিনি বলেন, গেমসের প্রস্তুতি নিয়ে প্রতিনিধি দল সবকিছুই আমাদের জানিয়েছেন এতে আমরা সন্তুষ্ট। গেমসের জন্য বাংলাদেশের ক্রীড়াবিদরা ঢাকা ছাড়বেন ৩ ফেব্রুয়ারি থেকে। আজ সকালে সচিবালয়ে ভারতীয় প্রতিনিধি দল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুপুরে অলিম্পিক ভবনে এক সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হবে।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
পর্দা ওঠার অপেক্ষায় এসএ গেমস
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর