এসে গেল দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস। ৫ ফেব্রুয়ারি থেকে ভারতের শিলং ও গৌহাটিতে এ গেমস শুরু হবে। শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। সব আয়োজন সম্পন্ন। এখন শুধু পর্দা ওঠার অপেক্ষা। ১৯৮৪ সাফ গেমসের যাত্রা হয়। নবম গেমসেই নাম পরিবর্তন করা হয়। যা এখন এসএ গেমস বলেই পরিচিত। এটি ১২তম সাউথ এশিয়ান গেমস। ১৯৮৭ কলকাতা ও ১৯৯৫ সালে মাদ্রাজে সাফ গেমস অনুষ্ঠিত হয়। অর্থাৎ এ নিয়ে ভারত তৃতীয়বারের মতো এই গেমসের আয়োজন করতে যাচ্ছে। গেমসের প্রস্তুতি জানাতে ভারতের ক্রীড়া মন্ত্রণালয় ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এখন ঢাকায়। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে এসে এসএ গেমসের প্রস্তুতি নিয়ে তথ্য তুলে ধরেন প্রতিনিধি দল। ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কিরণ সনি গুপ্তা। অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব ড. এসএম বালি ও অশোক কুমার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রায় ৪ হাজার ক্রীড়াবিদ এই গেমসে অংশ নেবেন। ২৩ ডিসিপ্লিনের গেমসের বাজেট প্রায় ২০০ কোটি টাকা। ১৭ ভেন্যুতে এসব ইভেন্ট অনুষ্ঠিত হবে। ভারতে এর আগে সাফ গেমস ছাড়াও এশিয়ান কমনওয়েলথ গেমসও অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবেই প্রতিটি গেমস আয়োজন করেছে। বালি জানান, গেমস আয়োজনে ভারত পুরোপুরি প্রস্তুত। অংশগ্রহণকারী দেশের ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। আসাম ও মেঘালয়ে এবারই প্রথম এত বড় গেমস হচ্ছে। তাই বাড়তি নিরাপত্তা দেওয়া হবে। সুষ্ঠু আয়োজনে ভারত গেমসে কোনো ত্রুটি রাখবে না বলে প্রতিনিধিরা জানান। তারা আশা প্রকাশ করেন এসএ গেমসের আয়োজন সবার প্রশংসা কুড়াবে। ভারতের প্রতিনিধি দল না জানালেও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেমস উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। তিনি বলেন, গেমসের প্রস্তুতি নিয়ে প্রতিনিধি দল সবকিছুই আমাদের জানিয়েছেন এতে আমরা সন্তুষ্ট। গেমসের জন্য বাংলাদেশের ক্রীড়াবিদরা ঢাকা ছাড়বেন ৩ ফেব্রুয়ারি থেকে। আজ সকালে সচিবালয়ে ভারতীয় প্রতিনিধি দল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুপুরে অলিম্পিক ভবনে এক সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হবে।
শিরোনাম
                        - স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
- রাতেই যেসব জেলায় ঝড়ের আভাস
- জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের সূচনা করেছিলেন : বাবুল
- যাত্রাবাড়ীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুরে কর্মীসভা অনুষ্ঠিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের পদত্যাগ
- ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত: এ্যানি
- লেবার পার্টির ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ
- শ্রীপুরে দিনে-দুপুরে প্রকাশ্যে স্বর্ণের দোকানে লুটপাট
- ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না : ধর্ম উপদেষ্টা
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেফতার
- ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু
- ঝটিকা মিছিলের অর্থদাতারা আইনের আওতায় আসবে: পুলিশ
- নির্বাচন ফেব্রুয়ারিতেই, তফসিল ডিসেম্বরে : ইসি আনোয়ারুল
- বাসে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেফতার
- হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার অর্থপাচার মামলা
- ডাসারে শহিদ স্মৃতি মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন
- হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১২৫৬
- ঘন কুয়াশায় যুবাদের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত
পর্দা ওঠার অপেক্ষায় এসএ গেমস
                        
                        
                                                     ক্রীড়া প্রতিবেদক
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                     
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর
                        
                        
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                    
                    
                     
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        