এসে গেল দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস। ৫ ফেব্রুয়ারি থেকে ভারতের শিলং ও গৌহাটিতে এ গেমস শুরু হবে। শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। সব আয়োজন সম্পন্ন। এখন শুধু পর্দা ওঠার অপেক্ষা। ১৯৮৪ সাফ গেমসের যাত্রা হয়। নবম গেমসেই নাম পরিবর্তন করা হয়। যা এখন এসএ গেমস বলেই পরিচিত। এটি ১২তম সাউথ এশিয়ান গেমস। ১৯৮৭ কলকাতা ও ১৯৯৫ সালে মাদ্রাজে সাফ গেমস অনুষ্ঠিত হয়। অর্থাৎ এ নিয়ে ভারত তৃতীয়বারের মতো এই গেমসের আয়োজন করতে যাচ্ছে। গেমসের প্রস্তুতি জানাতে ভারতের ক্রীড়া মন্ত্রণালয় ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এখন ঢাকায়। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে এসে এসএ গেমসের প্রস্তুতি নিয়ে তথ্য তুলে ধরেন প্রতিনিধি দল। ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কিরণ সনি গুপ্তা। অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব ড. এসএম বালি ও অশোক কুমার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রায় ৪ হাজার ক্রীড়াবিদ এই গেমসে অংশ নেবেন। ২৩ ডিসিপ্লিনের গেমসের বাজেট প্রায় ২০০ কোটি টাকা। ১৭ ভেন্যুতে এসব ইভেন্ট অনুষ্ঠিত হবে। ভারতে এর আগে সাফ গেমস ছাড়াও এশিয়ান কমনওয়েলথ গেমসও অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবেই প্রতিটি গেমস আয়োজন করেছে। বালি জানান, গেমস আয়োজনে ভারত পুরোপুরি প্রস্তুত। অংশগ্রহণকারী দেশের ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। আসাম ও মেঘালয়ে এবারই প্রথম এত বড় গেমস হচ্ছে। তাই বাড়তি নিরাপত্তা দেওয়া হবে। সুষ্ঠু আয়োজনে ভারত গেমসে কোনো ত্রুটি রাখবে না বলে প্রতিনিধিরা জানান। তারা আশা প্রকাশ করেন এসএ গেমসের আয়োজন সবার প্রশংসা কুড়াবে। ভারতের প্রতিনিধি দল না জানালেও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেমস উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। তিনি বলেন, গেমসের প্রস্তুতি নিয়ে প্রতিনিধি দল সবকিছুই আমাদের জানিয়েছেন এতে আমরা সন্তুষ্ট। গেমসের জন্য বাংলাদেশের ক্রীড়াবিদরা ঢাকা ছাড়বেন ৩ ফেব্রুয়ারি থেকে। আজ সকালে সচিবালয়ে ভারতীয় প্রতিনিধি দল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুপুরে অলিম্পিক ভবনে এক সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হবে।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
পর্দা ওঠার অপেক্ষায় এসএ গেমস
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
