এসে গেল দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস। ৫ ফেব্রুয়ারি থেকে ভারতের শিলং ও গৌহাটিতে এ গেমস শুরু হবে। শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। সব আয়োজন সম্পন্ন। এখন শুধু পর্দা ওঠার অপেক্ষা। ১৯৮৪ সাফ গেমসের যাত্রা হয়। নবম গেমসেই নাম পরিবর্তন করা হয়। যা এখন এসএ গেমস বলেই পরিচিত। এটি ১২তম সাউথ এশিয়ান গেমস। ১৯৮৭ কলকাতা ও ১৯৯৫ সালে মাদ্রাজে সাফ গেমস অনুষ্ঠিত হয়। অর্থাৎ এ নিয়ে ভারত তৃতীয়বারের মতো এই গেমসের আয়োজন করতে যাচ্ছে। গেমসের প্রস্তুতি জানাতে ভারতের ক্রীড়া মন্ত্রণালয় ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এখন ঢাকায়। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে এসে এসএ গেমসের প্রস্তুতি নিয়ে তথ্য তুলে ধরেন প্রতিনিধি দল। ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কিরণ সনি গুপ্তা। অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব ড. এসএম বালি ও অশোক কুমার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রায় ৪ হাজার ক্রীড়াবিদ এই গেমসে অংশ নেবেন। ২৩ ডিসিপ্লিনের গেমসের বাজেট প্রায় ২০০ কোটি টাকা। ১৭ ভেন্যুতে এসব ইভেন্ট অনুষ্ঠিত হবে। ভারতে এর আগে সাফ গেমস ছাড়াও এশিয়ান কমনওয়েলথ গেমসও অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবেই প্রতিটি গেমস আয়োজন করেছে। বালি জানান, গেমস আয়োজনে ভারত পুরোপুরি প্রস্তুত। অংশগ্রহণকারী দেশের ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। আসাম ও মেঘালয়ে এবারই প্রথম এত বড় গেমস হচ্ছে। তাই বাড়তি নিরাপত্তা দেওয়া হবে। সুষ্ঠু আয়োজনে ভারত গেমসে কোনো ত্রুটি রাখবে না বলে প্রতিনিধিরা জানান। তারা আশা প্রকাশ করেন এসএ গেমসের আয়োজন সবার প্রশংসা কুড়াবে। ভারতের প্রতিনিধি দল না জানালেও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেমস উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। তিনি বলেন, গেমসের প্রস্তুতি নিয়ে প্রতিনিধি দল সবকিছুই আমাদের জানিয়েছেন এতে আমরা সন্তুষ্ট। গেমসের জন্য বাংলাদেশের ক্রীড়াবিদরা ঢাকা ছাড়বেন ৩ ফেব্রুয়ারি থেকে। আজ সকালে সচিবালয়ে ভারতীয় প্রতিনিধি দল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুপুরে অলিম্পিক ভবনে এক সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হবে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা