একাই লড়লেন জনি বেয়ারস্টো। তারপরও মোহালি টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিতে পারলো না ইংল্যান্ড। উমেশ জাদব, জয়ন্ত, রবীন্দ্র জাদেজাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে স্বাগতিক ভারত। পরিচিত কন্ডিশনের সুবিধা নিয়ে প্রথম দিনেই বিরাট কোহলির বোলাররা তুলে নিয়েছে সফরকারীদের ৮ উইকেট। অবশ্য নিজেদের নামের পাশে অ্যালিয়েস্টার কুকের ইংল্যান্ড লিখে নিয়েছে ২৬৮ রান। টস জিতে মোহালির শীতের আবহাওয়ায় ব্যাট করতে নামেন দুই ইংলিশ ওপেনার কুক ও হাশিম হামিদ। সতর্কতার সঙ্গে দুই ওপেনার খেললেও ৩২ রানের বেশি যোগ করতে পারেননি। স্বাগতিক বোলিং আক্রমণে এক পর্যায়ে ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ইংল্যান্ড। সেখান থেকে পঞ্চম উইকেটে ৫৭ রান যোগ করেন স্টোক বেয়ারস্টো।