মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মাহফুজা-মাবিয়ার আশা

ক্রীড়া প্রতিবেদক

মাহফুজা-মাবিয়ার আশা

২০১০ সালে ঢাকায় এসএ গেমসে ১৮ সোনা জিতে নতুন রেকর্ড গড়েছিল বাংলাদেশ। কিন্তু গত বছর ভারতে এই গেমসে সাফল্য ধরে রাখতে পারেনি। তবে চমক দেখিয়েছেন দুই মহিলা ক্রীড়াবিদ মাহফুজা খাতুন শিলা ও মাবিয়া আক্তার সীমান্ত। পুরুষরা যখন ব্যর্থতার পরিচয় দিয়ে ইভেন্ট শেষ করেছিল তখন দেশের মান রক্ষা করেন দুই মহিলা ক্রীড়াবিদ।

মাহফুজা সাঁতারে দুই সোনা জিতে চমক সৃষ্টি করেন। গেমস ইতিহাসে এর আগে সাঁতারে বাংলাদেশের কোনো মহিলার সোনা জেতার কৃতিত্ব ছিল না। মাহফুজা দেখিয়ে দিলেন মেয়েরাও পারে। মাবিয়া আক্তার সীমান্তও কম যাননি। ভারোত্তোলন ইতিহাসে এসএ গেমসে তিনিই মহিলাদের পক্ষে প্রথম সোনা জেতেন। মঞ্চে মাবিয়ার গলায় যখন সোনার পদক ঝুলিয়ে দেওয়া হচ্ছিল তখন তিনি আর চোখে পানি ধরে রাখতে পারেননি। তার কান্না দেশবাসীর হৃদয় ছুঁয়ে গেছে। এসএ গেমসের পর মাহফুজা সেভাবে জ্বলে উঠতে পারেননি। কিন্তু মাবিয়া ঠিকই সাফল্য ধরে রাখেন। কাতারে ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপেও তিনি সোনা জেতেন। নতুন বছরে মাহফুজা ও মাবিয়া কি নতুন কোনো চমক দেখাতে পারবেন? ইসলামিক সলিডারিটি গেমস ও সাঁতারে বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশ নেওয়ার কথা। মাহফুজা জানান, ইসলামিক গেমসে অংশ নিতে পারলে লক্ষ্য থাকবে দেশকে পদক উপহার দেওয়া। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতা সম্ভব নয়। এখানে আমার লক্ষ্য থাকবে নিজের টাইমিং উন্নতি করা। ভারোত্তোলনে বড় দুটি টুর্নামেন্ট। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান চ্যাম্পিয়নশিপ। মাবিয়া বলেন, দুই টুর্নামেন্টে ভালো করার আশাবাদী। তবে অংশ নিতে পারব কিনা সেটাই প্রশ্ন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর