সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শেষ ষোলোতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শেষ ষোলোতে বাংলাদেশ

মিয়ানমারকে হারিয়ে উল্লসিত বাংলাদেশ —বাংলাদেশ প্রতিদিন

একের পর এক ম্যাচে চমক উপহার দিয়ে যাচ্ছেন আসিফ-হৃদয়রা। রোলবল বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশ টানা জয়ে নিশ্চিত করেছে শেষ ষোলো। গতকাল মিরপুর ইনডোর স্টেডিয়ামে মিয়ানমারকে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছেন আসিফরা। দলের জয়ে সর্বোচ্চ ৩ গোল করেন হৃদয়। এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে ১৯-১ ব্যবধানে হংকংকে এবং দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৯-২ গোলে হারিয়েছিল। টানা জয়ে ডি গ্রুপের শীর্ষে থেকেই শেষ ষোলো নিশ্চিত করল বাংলাদেশ। ছেলেদের পাশাপাশি মেয়েরাও ছুটে চলেছে দ্বিতীয় রাউন্ডের পথে। গতকাল ফিলিপাইনের বিপক্ষে ওয়াকওভার পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ফিলিপাইন টুর্নামেন্টে অংশ না নেওয়ায় এ সুবিধা পেয়েছে তারা। গতকাল মোট ৩৩টি ম্যাচের মধ্যে ৮টি ম্যাচই মাঠে গড়ায়নি। এর ফলে ৪টি পুরুষ ও ৪টি নারী দল ওয়াকওভার পেয়েছে। প্রথমবারের মতো বিশাল এক আয়োজন করছে বাংলাদেশ। ৪০টি দলের অংশগ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত সবাই আসেনি। তবে এত বড় বিশ্বকাপ এর আগে বাংলাদেশে কখনো হয়নি। ক্রিকেট বিশ্বকাপ ঢাকঢোল পিটিয়ে হলেও রোলবল বিশ্বকাপের ক্ষেত্রে তেমনটা নেই। খেলাটা নতুন বলেই হয় তো। তা ছাড়া বাংলাদেশ স্কেটিং ফেডারেশনও আকারে বেশ ছোট। এত বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য তো বটেই। তারপরও ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফ হাসান বলছেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা করছি। তারপরও অনিচ্ছাকৃত অনেক ভুল হয়ে যাচ্ছে।’ তবে তিনি দাবি করেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো দুর্বলতা নেই। প্রশাসনের পক্ষ থেকে পুরোপুরি সমর্থন রয়েছে। নিরাপত্তার কড়াকড়ির ফলে অনেক সময় বিদেশি খেলোয়াড়দেরও হেনস্তার স্বীকার হতে হচ্ছে বলে জানান তিনি। তবে এটা বিদেশিদের নিরাপত্তার জন্যই জরুরি বলে মনে করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। এদিকে ফিলিপাইনের না আসার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমরা সবকিছুই নিশ্চিত করেছিলাম। তাদের টিকিটও নিশ্চিত করা ছিল। তবে শেষ সময়ে তারা না আসার সিদ্ধান্ত নেয়।’ হ্যান্ডবল স্টেডিয়াম, শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্স এবং মিরপুর ইনডোর স্টেডিয়ামে রোলবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। বিশাল এ আয়োজন সামাল দিতে রীতিমতো কঠিন সংগ্রাম করতে হচ্ছে আয়োজকদের। এদিকে গতকাল মিরপুরে রোলবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত ৯-৪ গোলে আইভরি কোস্টকে হারিয়ে দ্বিতীয় পর্বে নিজেদের স্থান নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে শীর্ষে অবস্থান করছে তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর