একের পর এক ম্যাচে চমক উপহার দিয়ে যাচ্ছেন আসিফ-হৃদয়রা। রোলবল বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশ টানা জয়ে নিশ্চিত করেছে শেষ ষোলো। গতকাল মিরপুর ইনডোর স্টেডিয়ামে মিয়ানমারকে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছেন আসিফরা। দলের জয়ে সর্বোচ্চ ৩ গোল করেন হৃদয়। এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে ১৯-১ ব্যবধানে হংকংকে এবং দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৯-২ গোলে হারিয়েছিল। টানা জয়ে ডি গ্রুপের শীর্ষে থেকেই শেষ ষোলো নিশ্চিত করল বাংলাদেশ। ছেলেদের পাশাপাশি মেয়েরাও ছুটে চলেছে দ্বিতীয় রাউন্ডের পথে। গতকাল ফিলিপাইনের বিপক্ষে ওয়াকওভার পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ফিলিপাইন টুর্নামেন্টে অংশ না নেওয়ায় এ সুবিধা পেয়েছে তারা। গতকাল মোট ৩৩টি ম্যাচের মধ্যে ৮টি ম্যাচই মাঠে গড়ায়নি। এর ফলে ৪টি পুরুষ ও ৪টি নারী দল ওয়াকওভার পেয়েছে। প্রথমবারের মতো বিশাল এক আয়োজন করছে বাংলাদেশ। ৪০টি দলের অংশগ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত সবাই আসেনি। তবে এত বড় বিশ্বকাপ এর আগে বাংলাদেশে কখনো হয়নি। ক্রিকেট বিশ্বকাপ ঢাকঢোল পিটিয়ে হলেও রোলবল বিশ্বকাপের ক্ষেত্রে তেমনটা নেই। খেলাটা নতুন বলেই হয় তো। তা ছাড়া বাংলাদেশ স্কেটিং ফেডারেশনও আকারে বেশ ছোট। এত বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য তো বটেই। তারপরও ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফ হাসান বলছেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা করছি। তারপরও অনিচ্ছাকৃত অনেক ভুল হয়ে যাচ্ছে।’ তবে তিনি দাবি করেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো দুর্বলতা নেই। প্রশাসনের পক্ষ থেকে পুরোপুরি সমর্থন রয়েছে। নিরাপত্তার কড়াকড়ির ফলে অনেক সময় বিদেশি খেলোয়াড়দেরও হেনস্তার স্বীকার হতে হচ্ছে বলে জানান তিনি। তবে এটা বিদেশিদের নিরাপত্তার জন্যই জরুরি বলে মনে করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। এদিকে ফিলিপাইনের না আসার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমরা সবকিছুই নিশ্চিত করেছিলাম। তাদের টিকিটও নিশ্চিত করা ছিল। তবে শেষ সময়ে তারা না আসার সিদ্ধান্ত নেয়।’ হ্যান্ডবল স্টেডিয়াম, শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্স এবং মিরপুর ইনডোর স্টেডিয়ামে রোলবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। বিশাল এ আয়োজন সামাল দিতে রীতিমতো কঠিন সংগ্রাম করতে হচ্ছে আয়োজকদের। এদিকে গতকাল মিরপুরে রোলবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত ৯-৪ গোলে আইভরি কোস্টকে হারিয়ে দ্বিতীয় পর্বে নিজেদের স্থান নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে শীর্ষে অবস্থান করছে তারা।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
শেষ ষোলোতে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর