দিন কয়েক আগে রিয়াল মাদ্রিদের কোচ সাবেক ফরাসি তারকা জিনেদিন জিদান বলেছিলেন, এবার লা লিগায় শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ছাড়া সেভিয়াও থাকছে। জিদান যে ভুল বলেননি তাই যেন প্রমাণ করে চলেছে সেভিয়া। শনিবার রিয়াল বেটিসকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান দখল করেছে তারা। রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগার ম্যাচে পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে সেভিয়া। আর এ জয়ে দুই শিরোপাপ্রত্যাশী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে স্যামপাওলির দল। পয়েন্ট তালিকায় অবশ্য রিয়াল মাদ্রিদের সমান্তরালে অবস্থান করছে সেভিয়া। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে উঠে গেছে স্যামপাওলির শিষ্যরা। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট সংগ্রহ করেছে সেভিয়া। দুই ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫২ পয়েন্ট। গত রাতে অবশ্য লস ব্ল্যাঙ্কোসদের ম্যাচ ছিল। জয় পেয়ে থাকলে আবারও শীর্ষস্থান দখল করেছে জিদানের শিষ্যরা। শনিবার প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ২-১ গোলে জিতেছে সেভিয়া। এবারের লিগে এটি তাদের ১৬তম জয়। ৩৬তম মিনিটে ডেনমার্কের ডিফেন্ডার রিজা ডুরমিসির গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সেভিয়া। ৫৬তম মিনিটে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন ডিফেন্ডার গ্যাব্রিয়েল। আর ৭৬তম মিনিটে জয়সূচক গোলটি করেন স্পেনের ফরোয়ার্ড ভিসেন্ট ইবোরা। শনিবার এছাড়াও জয় পেয়েছে রিয়াল সুসিদাদ। তারা ১-০ গোলে হারিয়েছে লা পালমাসকে। লেগ্যানেস ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে দিপোর্তিভোকে। এছাড়া অ্যাইবার ৩-০ গোলে হারিয়েছে মালাগাকে। তবে হেরে গেছে ভ্যালেন্সিয়া। গত সপ্তাহে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমকে দেওয়া ভ্যালেন্সিয়া শনিবার ২-১ গোলে হেরেছে অ্যালাভেসের কাছে। এ পরাজয়ে ২৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে অবস্থান করছে ভ্যালেন্সিয়া।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
লা লিগায় শীর্ষে সেভিয়া!
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর