শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মুস্তাফিজদের উন্নতিতে ওয়ালশের নতুন অস্ত্র

ক্রীড়া প্রতিবেদক

বোলিংয়ের লাইন-লেন্থ ঠিক করতে নিজেদের মধ্যে অলিখিত প্রতিযোগিতা চলত মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টস, কলিন ক্রফট, জোয়েল গার্নারদের মধ্যে। উইকেটের মধ্যে একটি কয়েন রেখে তাতে বল ফেলার টার্গেট প্রতিযোগিতায় মেতে উঠতেন ক্যারিবীয় পেসাররা। এই কঠোর পরিশ্রমের ফলও পেতেন হোল্ডিং, রবার্টসরা। সত্তর-আশির দশকজুড়ে এসব পেসারের বোলিং তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে প্রতিপক্ষের ব্যাটিং লাইন। তাদের উত্তরসূরি কোটনি ওয়ালশ। কিংবদন্তি পেসার এখন বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ। তিনি দায়িত্ব নিয়েই মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজার বোলিং উন্নতিতে সহায়তা করে চলেছেন। টাইগার বোলারদের বোলিংও উন্নতি হচ্ছে নিত্য। এবার ওয়ালশ নতুন অস্ত্র এনেছেন শিষ্যদের বোলিংকে আরও নিখুঁত করতে। টুইট করে সেটা আবার জানিয়েছেনও। মুস্তাফিজদের বোলিং আরও ধারালো করতে ওয়ালশ এবার এনেছেন বিশ্বখ্যাত ক্রিকেট পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্রে নিকোলসের ‘লাইন অ্যান্ড লেন্থ’ যন্ত্রটি। টুইট করে লিখেছেন, ‘গ্রে নিকোলসের ‘লাইন অ্যান্ড লেন্থ’ এখন আমার হাতে। কিছু দিনের মধ্যেই এর ব্যবহার শুরু হবে।’ ক্যারিবীয় লিজেন্ড বোলিং কোচ হওয়ার পর থেকেই টেকনিক্যালি আরও নিখুঁত হয়েছেন মুস্তাফিজ, মাশরাফিরা। বাংলাদেশ ক্রিকেট দল এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন টেস্ট সিরিজ খেলতে।

সর্বশেষ খবর