পেশাদার ফুটবল লিগে কে চ্যাম্পিয়ন হবে বলা মুশকিল। প্রায় প্রতিটি দলের পাঁচটি করে খেলা হয়েছে। তবে চট্টগ্রাম আবাহনী কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় রয়েছে। একমাত্র তারাই কোনো ম্যাচে হোঁচট খায়নি। পাঁচটিতে জিতে পুরো ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে গতবারের রানার্সআপরা। শেখ জামাল ধানমন্ডি ক্লাবও পিছিয়ে নেই। টানা তিন ম্যাচে জেতার পর রহমতগঞ্জের বিপক্ষে ড্র করে মূল্যবান ২ পয়েন্ট নষ্ট করে। পঞ্চম ম্যাচেই জয়ের ধারায় ফিরে এসেছে। গতকাল তারা (৩-১) হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। মারুফুল হককে কোচ করে আরামবাগ এবার মধ্যম সারির দল গড়ে। সুবিধা করতে পারছিল না। টানা তিন ম্যাচ হেরে যায়। কিন্তু ঘুরে দাঁড়ায় গোপীবাগ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। লিগে প্রথম জয়ের মুখ দেখে। দুর্বল প্রতিপক্ষ হলেও আরামবাগকে গুরুত্ব দিয়ে মাঠে নামে শেখ জামাল। না দিয়ে উপায়ও ছিল না। আরামবাগ এমন একটা দল যারা বড় দলের ঘুম হারাম করে দেয়। ফুটবলের জনপ্রিয়তা যখন তুঙ্গে সে সময়ে মোহামেডান বা আবাহনীর মতো পরাশক্তিকে হারানোর রেকর্ড রয়েছে তাদের। বিশেষ করে ১৯৮৫ সালের কথা ভোলবার নয়, শিরোপার পথে এগিয়ে যাচ্ছিল ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব। সুপার লিগের আরামবাগের কাছে হেরে সেই সম্ভাবনা বিলীন হয়ে যায়। অথচ প্রথমার্ধে গোল করে এগিয়ে ছিল মোহামেডানই। সত্যি বলতে কি তরুণদের প্রাধান্য দিয়ে দল গড়লেও শেখ জামাল এবার চোখ ধাঁধানো নৈপুণ্য প্রদর্শন করছে। লিগের সূচনা হয় মোহামেডানকে সহজভাবে হারিয়ে। এরপর টিম বিজেএমসি ও শেখ রাসেলের বিপক্ষে জয়। গাম্বিয়ান স্ট্রাইকার মোমাদো বোহর নৈপুণ্য চোখে পড়ার মতো। নিজে গোল করছেন সতীর্থদেরও করাচ্ছেন। রহমতগঞ্জের বিপক্ষে এগিয়ে যাওয়ার পরও রক্ষণভাগের ভুলে অল্প সময় মধ্যে গোল খেয়ে যায়। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় জোসেফ আফুসির শিষ্যদের ড্র মেনে নিতে হয়। চট্টগ্রাম আবাহনী টানা পাঁচ ম্যাচ জিতে নিজেদের অবস্থান মজবুত করে রেখেছে। শেখ জামাল পয়েন্ট হারালেই লাভবান হবে বন্দর নগরীর দলটি। তা মাথায় রেখে খেলতে নামে শেখ জামাল। সহজ জয় হলেও গতকাল ম্যাচে প্রথম গোল করে আরামবাগ। ১৪ মিনিটে বুকালো শেখ জামালের জালে বল পাঠান। ৩৬ মিনিটে জালাল মিয়া নিজেদের জালে বল পাঠালে সমতায় ফিরে শেখ জামাল। ১০ মিনিট পর তিনবারের চ্যাম্পিয়নরা এগিয়ে যায় আত্মঘাতী গোলে। শাহরিয়া বাপ্পি আক্রমণ ঠেকাতে নিজেদের জালে বল পাঠান। ৬৩ মিনিটে সোলায়মান কিং গোল করে শেখ জামালের জয় নিশ্চিত করেন। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা এখন দ্বিতীয় স্থানে।
শিরোনাম
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
পিছিয়ে থেকেও শেখ জামালের সহজ জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর