পেশাদার ফুটবল লিগে কে চ্যাম্পিয়ন হবে বলা মুশকিল। প্রায় প্রতিটি দলের পাঁচটি করে খেলা হয়েছে। তবে চট্টগ্রাম আবাহনী কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় রয়েছে। একমাত্র তারাই কোনো ম্যাচে হোঁচট খায়নি। পাঁচটিতে জিতে পুরো ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে গতবারের রানার্সআপরা। শেখ জামাল ধানমন্ডি ক্লাবও পিছিয়ে নেই। টানা তিন ম্যাচে জেতার পর রহমতগঞ্জের বিপক্ষে ড্র করে মূল্যবান ২ পয়েন্ট নষ্ট করে। পঞ্চম ম্যাচেই জয়ের ধারায় ফিরে এসেছে। গতকাল তারা (৩-১) হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। মারুফুল হককে কোচ করে আরামবাগ এবার মধ্যম সারির দল গড়ে। সুবিধা করতে পারছিল না। টানা তিন ম্যাচ হেরে যায়। কিন্তু ঘুরে দাঁড়ায় গোপীবাগ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। লিগে প্রথম জয়ের মুখ দেখে। দুর্বল প্রতিপক্ষ হলেও আরামবাগকে গুরুত্ব দিয়ে মাঠে নামে শেখ জামাল। না দিয়ে উপায়ও ছিল না। আরামবাগ এমন একটা দল যারা বড় দলের ঘুম হারাম করে দেয়। ফুটবলের জনপ্রিয়তা যখন তুঙ্গে সে সময়ে মোহামেডান বা আবাহনীর মতো পরাশক্তিকে হারানোর রেকর্ড রয়েছে তাদের। বিশেষ করে ১৯৮৫ সালের কথা ভোলবার নয়, শিরোপার পথে এগিয়ে যাচ্ছিল ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব। সুপার লিগের আরামবাগের কাছে হেরে সেই সম্ভাবনা বিলীন হয়ে যায়। অথচ প্রথমার্ধে গোল করে এগিয়ে ছিল মোহামেডানই। সত্যি বলতে কি তরুণদের প্রাধান্য দিয়ে দল গড়লেও শেখ জামাল এবার চোখ ধাঁধানো নৈপুণ্য প্রদর্শন করছে। লিগের সূচনা হয় মোহামেডানকে সহজভাবে হারিয়ে। এরপর টিম বিজেএমসি ও শেখ রাসেলের বিপক্ষে জয়। গাম্বিয়ান স্ট্রাইকার মোমাদো বোহর নৈপুণ্য চোখে পড়ার মতো। নিজে গোল করছেন সতীর্থদেরও করাচ্ছেন। রহমতগঞ্জের বিপক্ষে এগিয়ে যাওয়ার পরও রক্ষণভাগের ভুলে অল্প সময় মধ্যে গোল খেয়ে যায়। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় জোসেফ আফুসির শিষ্যদের ড্র মেনে নিতে হয়। চট্টগ্রাম আবাহনী টানা পাঁচ ম্যাচ জিতে নিজেদের অবস্থান মজবুত করে রেখেছে। শেখ জামাল পয়েন্ট হারালেই লাভবান হবে বন্দর নগরীর দলটি। তা মাথায় রেখে খেলতে নামে শেখ জামাল। সহজ জয় হলেও গতকাল ম্যাচে প্রথম গোল করে আরামবাগ। ১৪ মিনিটে বুকালো শেখ জামালের জালে বল পাঠান। ৩৬ মিনিটে জালাল মিয়া নিজেদের জালে বল পাঠালে সমতায় ফিরে শেখ জামাল। ১০ মিনিট পর তিনবারের চ্যাম্পিয়নরা এগিয়ে যায় আত্মঘাতী গোলে। শাহরিয়া বাপ্পি আক্রমণ ঠেকাতে নিজেদের জালে বল পাঠান। ৬৩ মিনিটে সোলায়মান কিং গোল করে শেখ জামালের জয় নিশ্চিত করেন। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা এখন দ্বিতীয় স্থানে।
শিরোনাম
- মাগুরায় ১৬ ক্লাবের অংশগ্রহণে জমজমাট ক্রিকেট আসর
- ফেনীতে পুলিশের ওপর হামলা, আহত ৩
- কুড়িগ্রামে নতুন নারী জেলা প্রশাসক
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
পিছিয়ে থেকেও শেখ জামালের সহজ জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর