পেশাদার ফুটবল লিগে কে চ্যাম্পিয়ন হবে বলা মুশকিল। প্রায় প্রতিটি দলের পাঁচটি করে খেলা হয়েছে। তবে চট্টগ্রাম আবাহনী কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় রয়েছে। একমাত্র তারাই কোনো ম্যাচে হোঁচট খায়নি। পাঁচটিতে জিতে পুরো ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে গতবারের রানার্সআপরা। শেখ জামাল ধানমন্ডি ক্লাবও পিছিয়ে নেই। টানা তিন ম্যাচে জেতার পর রহমতগঞ্জের বিপক্ষে ড্র করে মূল্যবান ২ পয়েন্ট নষ্ট করে। পঞ্চম ম্যাচেই জয়ের ধারায় ফিরে এসেছে। গতকাল তারা (৩-১) হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। মারুফুল হককে কোচ করে আরামবাগ এবার মধ্যম সারির দল গড়ে। সুবিধা করতে পারছিল না। টানা তিন ম্যাচ হেরে যায়। কিন্তু ঘুরে দাঁড়ায় গোপীবাগ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। লিগে প্রথম জয়ের মুখ দেখে। দুর্বল প্রতিপক্ষ হলেও আরামবাগকে গুরুত্ব দিয়ে মাঠে নামে শেখ জামাল। না দিয়ে উপায়ও ছিল না। আরামবাগ এমন একটা দল যারা বড় দলের ঘুম হারাম করে দেয়। ফুটবলের জনপ্রিয়তা যখন তুঙ্গে সে সময়ে মোহামেডান বা আবাহনীর মতো পরাশক্তিকে হারানোর রেকর্ড রয়েছে তাদের। বিশেষ করে ১৯৮৫ সালের কথা ভোলবার নয়, শিরোপার পথে এগিয়ে যাচ্ছিল ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব। সুপার লিগের আরামবাগের কাছে হেরে সেই সম্ভাবনা বিলীন হয়ে যায়। অথচ প্রথমার্ধে গোল করে এগিয়ে ছিল মোহামেডানই। সত্যি বলতে কি তরুণদের প্রাধান্য দিয়ে দল গড়লেও শেখ জামাল এবার চোখ ধাঁধানো নৈপুণ্য প্রদর্শন করছে। লিগের সূচনা হয় মোহামেডানকে সহজভাবে হারিয়ে। এরপর টিম বিজেএমসি ও শেখ রাসেলের বিপক্ষে জয়। গাম্বিয়ান স্ট্রাইকার মোমাদো বোহর নৈপুণ্য চোখে পড়ার মতো। নিজে গোল করছেন সতীর্থদেরও করাচ্ছেন। রহমতগঞ্জের বিপক্ষে এগিয়ে যাওয়ার পরও রক্ষণভাগের ভুলে অল্প সময় মধ্যে গোল খেয়ে যায়। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় জোসেফ আফুসির শিষ্যদের ড্র মেনে নিতে হয়। চট্টগ্রাম আবাহনী টানা পাঁচ ম্যাচ জিতে নিজেদের অবস্থান মজবুত করে রেখেছে। শেখ জামাল পয়েন্ট হারালেই লাভবান হবে বন্দর নগরীর দলটি। তা মাথায় রেখে খেলতে নামে শেখ জামাল। সহজ জয় হলেও গতকাল ম্যাচে প্রথম গোল করে আরামবাগ। ১৪ মিনিটে বুকালো শেখ জামালের জালে বল পাঠান। ৩৬ মিনিটে জালাল মিয়া নিজেদের জালে বল পাঠালে সমতায় ফিরে শেখ জামাল। ১০ মিনিট পর তিনবারের চ্যাম্পিয়নরা এগিয়ে যায় আত্মঘাতী গোলে। শাহরিয়া বাপ্পি আক্রমণ ঠেকাতে নিজেদের জালে বল পাঠান। ৬৩ মিনিটে সোলায়মান কিং গোল করে শেখ জামালের জয় নিশ্চিত করেন। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা এখন দ্বিতীয় স্থানে।
শিরোনাম
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
- শাটডাউন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ১৫
- হাজার বার ফাঁসি দিলেও হাসিনার জন্য তা কম হবে: স্নিগ্ধ
- নারায়ণগঞ্জে সড়কে থামিয়ে রাখা বাসে আগুন
- শিবচরে মহাসড়কে বিএনপির অবস্থান কর্মসূচি
- ভাঙ্গায় মহাসড়কে কঠোর নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার
- ‘কোনো নিরাপত্তা ঝুঁকি নেই’
- ভিয়েতনামে ভূমিধসে চলন্ত বাসের ৬ যাত্রী নিহত, আহত ১৯
- হালান্ডের জোড়া গোলে নরওয়ের দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান
- সেঞ্চুরি করে দলকে জিতিয়ে ছিটকে যাওয়ার শঙ্কায় মিচেল
- লঙ্কানদের হোয়াইটওয়াশ করেই ছাড়ল পাকিস্তান
- হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে ৫ অভিযোগ
- মহেশ বাবু–রাজামৌলির ‘বারাণসী’র চোখ ধাঁধানো টিজার
- অগ্নিসন্ত্রাসের জনক একজনই: সোহেল তাজ
- রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ আজ
- ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে
- মোহাম্মদপুরে বিদেশি রিভলভারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
- পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তা বদলি
- নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩.১ শতাংশ বেড়েছে
পিছিয়ে থেকেও শেখ জামালের সহজ জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর