পেশাদার ফুটবল লিগে কে চ্যাম্পিয়ন হবে বলা মুশকিল। প্রায় প্রতিটি দলের পাঁচটি করে খেলা হয়েছে। তবে চট্টগ্রাম আবাহনী কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় রয়েছে। একমাত্র তারাই কোনো ম্যাচে হোঁচট খায়নি। পাঁচটিতে জিতে পুরো ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে গতবারের রানার্সআপরা। শেখ জামাল ধানমন্ডি ক্লাবও পিছিয়ে নেই। টানা তিন ম্যাচে জেতার পর রহমতগঞ্জের বিপক্ষে ড্র করে মূল্যবান ২ পয়েন্ট নষ্ট করে। পঞ্চম ম্যাচেই জয়ের ধারায় ফিরে এসেছে। গতকাল তারা (৩-১) হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। মারুফুল হককে কোচ করে আরামবাগ এবার মধ্যম সারির দল গড়ে। সুবিধা করতে পারছিল না। টানা তিন ম্যাচ হেরে যায়। কিন্তু ঘুরে দাঁড়ায় গোপীবাগ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। লিগে প্রথম জয়ের মুখ দেখে। দুর্বল প্রতিপক্ষ হলেও আরামবাগকে গুরুত্ব দিয়ে মাঠে নামে শেখ জামাল। না দিয়ে উপায়ও ছিল না। আরামবাগ এমন একটা দল যারা বড় দলের ঘুম হারাম করে দেয়। ফুটবলের জনপ্রিয়তা যখন তুঙ্গে সে সময়ে মোহামেডান বা আবাহনীর মতো পরাশক্তিকে হারানোর রেকর্ড রয়েছে তাদের। বিশেষ করে ১৯৮৫ সালের কথা ভোলবার নয়, শিরোপার পথে এগিয়ে যাচ্ছিল ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব। সুপার লিগের আরামবাগের কাছে হেরে সেই সম্ভাবনা বিলীন হয়ে যায়। অথচ প্রথমার্ধে গোল করে এগিয়ে ছিল মোহামেডানই। সত্যি বলতে কি তরুণদের প্রাধান্য দিয়ে দল গড়লেও শেখ জামাল এবার চোখ ধাঁধানো নৈপুণ্য প্রদর্শন করছে। লিগের সূচনা হয় মোহামেডানকে সহজভাবে হারিয়ে। এরপর টিম বিজেএমসি ও শেখ রাসেলের বিপক্ষে জয়। গাম্বিয়ান স্ট্রাইকার মোমাদো বোহর নৈপুণ্য চোখে পড়ার মতো। নিজে গোল করছেন সতীর্থদেরও করাচ্ছেন। রহমতগঞ্জের বিপক্ষে এগিয়ে যাওয়ার পরও রক্ষণভাগের ভুলে অল্প সময় মধ্যে গোল খেয়ে যায়। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় জোসেফ আফুসির শিষ্যদের ড্র মেনে নিতে হয়। চট্টগ্রাম আবাহনী টানা পাঁচ ম্যাচ জিতে নিজেদের অবস্থান মজবুত করে রেখেছে। শেখ জামাল পয়েন্ট হারালেই লাভবান হবে বন্দর নগরীর দলটি। তা মাথায় রেখে খেলতে নামে শেখ জামাল। সহজ জয় হলেও গতকাল ম্যাচে প্রথম গোল করে আরামবাগ। ১৪ মিনিটে বুকালো শেখ জামালের জালে বল পাঠান। ৩৬ মিনিটে জালাল মিয়া নিজেদের জালে বল পাঠালে সমতায় ফিরে শেখ জামাল। ১০ মিনিট পর তিনবারের চ্যাম্পিয়নরা এগিয়ে যায় আত্মঘাতী গোলে। শাহরিয়া বাপ্পি আক্রমণ ঠেকাতে নিজেদের জালে বল পাঠান। ৬৩ মিনিটে সোলায়মান কিং গোল করে শেখ জামালের জয় নিশ্চিত করেন। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা এখন দ্বিতীয় স্থানে।
শিরোনাম
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চের কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
পিছিয়ে থেকেও শেখ জামালের সহজ জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন