শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মাঠে নামছে দুই আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ এক মাসের বিরতির পর মাঠে গড়িয়েছিল দেশের সবচেয়ে জমজমাট ফুটবল আসর সাইফ ব্যাটারি পেশাদার ফুটবল লিগ। ফিরতি পর্বের প্রথম দিনেই মাঠে নেমেছিল শিরোপাপ্রত্যাশী দুই আবাহনী। ‘বন্দরনগরী’ চট্টগ্রামের দলটি ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছিল। কিন্তু হোঁচট খায় পেশাদার লিগে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। হেরে যায় চট্টগ্রামের আরেক দল সাইফ স্পোর্টিংয়ের কাছে ২-১ গোলে। হার-জিতের দুই ধরনের স্বাদ নেওয়া দুই দল আজ আবার মাঠে নামছে নিজেদের ১৩ নম্বর ম্যাচ খেলতে। ঐতিহ্যবাহী মোহামেডানের বিপক্ষে নামার আগে চট্টগ্রাম আবাহনীর অবস্থান পয়েন্ট টেবিলের শীর্ষে। বন্দরনগরীর আবাহনীর পয়েন্ট ১২ ম্যাচে ২৯। ৬ নম্বরে অবস্থান নেওয়া মোহামেডানের পয়েন্ট ১৭। প্রথম পর্বে দুই দলের লড়াইয়ে চট্টগ্রাম আবাহনী জিতেছিল ১-০ গোলে। তবে পুরান ঢাকার দল ফরাশগঞ্জের কাছে ১-০ গোলে হেরেছিল চলতি বছরের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। লিগে এটাই প্রথম অঘটন। জয় পেলেও পুরান ঢাকার দলটির অবস্থান পয়েন্ট টেবিলের তলানীতেই। আগের ম্যাচে হেরে যাওয়া ধানমন্ডি পাড়ার দলটি পিছিয়ে পড়েছে একটু। শীর্ষে থাকা দলটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ৫। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে আজ ফরাশগঞ্জের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই দলটির। একই সঙ্গে প্রথম পর্বে হারের প্রতিশোধও নিতে মরিয়া হয়ে আছে ঢাকা আবাহনী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর