শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মাদ্রিদ ডার্বি

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ইউরোপিয়ান ক্লাব ফুটবল আবারও মাঠে গড়িয়েছে। স্প্যানিশ ফুটবলের দুই জায়ান্ট আজ মুখোমুখি হচ্ছে। মাদ্রিদ ডার্বি খেলতে নামছে অ্যাটলেটিকো-রিয়াল। ওয়ান্ডা মেট্রোপলিটানোতে খেলতে যাচ্ছে জিনেদিন জিদানের শিষ্যরা। লা লিগায় দুই দলই আছে সঙ্কটে। দুই দলই ১১ ম্যাচ খেলে সংগ্রহ করেছে সমান ২৩ পয়েন্ট। অবশ্য গোল ব্যবধানে এগিয়ে থাকায় রিয়াল মাদ্রিদই আছে শীর্ষে। লা লিগায় ১১ ম্যাচে ৩১ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে বার্সেলোনা। আজ কাতালানরা লেগ্যানেসের মুখোমুখি হচ্ছে। মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদ হেরে গেলে শিরোপার লড়াই থেকে অনেকটাই দূরে চলে যাবেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। অন্যদিকে অ্যাটলেটিকোর জন্যও কথাটা সত্য। ড্র হলেও লাভ হবে বার্সেলোনারই। এদিকে আজ ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে ফেবারিট ম্যানসিটি ও ম্যানইউ। ম্যানসিটির প্রতিপক্ষ আজ লিস্টার সিটি। ম্যানইউ খেলতে নামবে নিউক্যাসলের বিপক্ষে। এছাড়াও চেলসি খেলতে নামছে ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর