বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

শেখ রাসেল-শেখ জামাল মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

মৌসুমে তৃতীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ সাইফ ব্যাটারি পেশাদার লিগে দ্বিতীয় পর্বে দেশের জনপ্রিয় দুই দল খেলবে। সন্ধ্যা পৌনে ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। তারকা বাদ দিয়ে শেখ জামাল ও শেখ রাসেল তারুণ্য নির্ভর দল গড়ে এবার। শেখ জামাল ছন্দময় খেলা খেলছে। শিরোপা জয়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তারা এখন দ্বিতীয় স্থানে। অন্যদিকে শেখ রাসেলের অবস্থান পাঁচে। ১৩ ম্যাচে তারা সংগ্রহ করেছে ১৯ পয়েন্ট। কোচ জোসেফ আফুসি আচমকা চলে যাওয়ার পর দ্বিতীয় পর্বটা দারুণভাবে শুরু করে শেখ জামাল। ঐতিহ্যবাহী মোহামেডানকে ৩-০ গোলে পরাজিত করে। পরের ম্যাচেই নতুন কোচের দায়িত্ব পান মাহবুব হোসেন রক্সি। দুর্দান্ত জয়ে শেখ জামালে অভিষেক হয় তার। ৩-০ গোলে টিম বিজেএমসিকে পরাজিত করে। মুক্তিযোদ্ধাকে হারিয়ে শেখ রাসেলের শুরুটাও হয়েছিল জয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়ে। ১-০ গোলে হেরে যায় ব্রাদার্স ইউনিয়নের কাছে। চলতি মৌসুমে দুই দলের এটি তৃতীয় সাক্ষাৎ। ফেডারেশন কাপের গ্রুপ পর্ব লড়াইয়ে নির্ধারিত সময় ড্র হলে টাইব্রেকারের ব্যবস্থা করা হয়। জিতে যায় শেখ জামাল। লিগের প্রথম পর্বে ম্যাচেও শেখ রাসেলকে হারিয়েছিল শেখ জামাল।

সর্বশেষ খবর