মৌসুমে তৃতীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ সাইফ ব্যাটারি পেশাদার লিগে দ্বিতীয় পর্বে দেশের জনপ্রিয় দুই দল খেলবে। সন্ধ্যা পৌনে ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। তারকা বাদ দিয়ে শেখ জামাল ও শেখ রাসেল তারুণ্য নির্ভর দল গড়ে এবার। শেখ জামাল ছন্দময় খেলা খেলছে। শিরোপা জয়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তারা এখন দ্বিতীয় স্থানে। অন্যদিকে শেখ রাসেলের অবস্থান পাঁচে। ১৩ ম্যাচে তারা সংগ্রহ করেছে ১৯ পয়েন্ট। কোচ জোসেফ আফুসি আচমকা চলে যাওয়ার পর দ্বিতীয় পর্বটা দারুণভাবে শুরু করে শেখ জামাল। ঐতিহ্যবাহী মোহামেডানকে ৩-০ গোলে পরাজিত করে। পরের ম্যাচেই নতুন কোচের দায়িত্ব পান মাহবুব হোসেন রক্সি। দুর্দান্ত জয়ে শেখ জামালে অভিষেক হয় তার। ৩-০ গোলে টিম বিজেএমসিকে পরাজিত করে। মুক্তিযোদ্ধাকে হারিয়ে শেখ রাসেলের শুরুটাও হয়েছিল জয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়ে। ১-০ গোলে হেরে যায় ব্রাদার্স ইউনিয়নের কাছে। চলতি মৌসুমে দুই দলের এটি তৃতীয় সাক্ষাৎ। ফেডারেশন কাপের গ্রুপ পর্ব লড়াইয়ে নির্ধারিত সময় ড্র হলে টাইব্রেকারের ব্যবস্থা করা হয়। জিতে যায় শেখ জামাল। লিগের প্রথম পর্বে ম্যাচেও শেখ রাসেলকে হারিয়েছিল শেখ জামাল।
শিরোনাম
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
শেখ রাসেল-শেখ জামাল মুখোমুখি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর