অনেক দিন পর সেঞ্চুরি পেলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু লাভ হলো না তার দুর্দান্ত ব্যাটিংয়ের পরও কলাবাগান ক্রীড়াচক্র জিততে পারেনি। লিটন দাসের পাল্টা সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বর ৮ উইকেটে জয় পায় প্রিমিয়ার ক্রিকেট লিগে। ১৩১ বলে ১০৪ রানে আউট হন আশরাফুল। শুধু তিনি নন, তার সতীর্থ তাইবুর রহমানও সেঞ্চুরি করেন। ১০৯ বলে ১১৪ রানে অপরাজিত ছিলেন তাইবুর। আশরাফুল ও তাইবুর ১৮৮ রানের জুটি গড়েন। ৪ উইকেটে ২৯০ রান করে চ্যালেঞ্জ ছুড়ে দেয় কলাবাগান। বড় টার্গেটে ব্যাট করতে নেমে প্রাইম দোলেশ্বরকে মোটেই বেগ পেতে হয়নি। ইমতিয়াজ হোসেনের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৮৫ রান তুলেছেন লিটন। ৪০ রানে ইমতিয়াজ ফেরার পর ১৬ রানে ফজলে মাহমুদও আউট হয়ে গেলে কিছুটা হলেও দুশ্চিন্তায় পড়ে যায় দোলেশ্বর। তবে লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে কলাবাগান আর সুবিধা করতে পারেনি। চতুর্থ উইকেটে মার্শাল আইয়ুবের সঙ্গে ১৭০ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়েন তিনি। লিটন অপরাজিত ছিলেন ১৪৩ রানে। ১২৩ রানের ঝড়ো ইনিংসে ১৪টি বাউন্ডারি আর ৩ ছক্কা হাঁকিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। মার্শালও কম যাননি। ৭৩ বলে ৯১ রানে অপরাজিত ছিলেন তিনি। এতে ৯ চার ও ২টি ছক্কা ছিল। এদিকে ঢাকা আবাহনী ১৩৬ রানে ব্রাদার্সকে পরাজিত করে। সাইফের ১০৮ রানের কৃতিত্বে আবাহনী ২৬৬ রান করে। ব্রাদার্স পরে ১৩০ রানে অলআউট হয়ে যায়। আরেক ম্যাচে খেলাঘর ৫ উইকেটে গাজী গ্রুপকে পরাজিত করে।
শিরোনাম
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
- শাটডাউন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ১৫
- হাজার বার ফাঁসি দিলেও হাসিনার জন্য তা কম হবে: স্নিগ্ধ
- নারায়ণগঞ্জে সড়কে থামিয়ে রাখা বাসে আগুন
- শিবচরে মহাসড়কে বিএনপির অবস্থান কর্মসূচি
- ভাঙ্গায় মহাসড়কে কঠোর নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার
- ‘কোনো নিরাপত্তা ঝুঁকি নেই’
- ভিয়েতনামে ভূমিধসে চলন্ত বাসের ৬ যাত্রী নিহত, আহত ১৯
- হালান্ডের জোড়া গোলে নরওয়ের দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান
- সেঞ্চুরি করে দলকে জিতিয়ে ছিটকে যাওয়ার শঙ্কায় মিচেল
- লঙ্কানদের হোয়াইটওয়াশ করেই ছাড়ল পাকিস্তান
- হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে ৫ অভিযোগ
- মহেশ বাবু–রাজামৌলির ‘বারাণসী’র চোখ ধাঁধানো টিজার
- অগ্নিসন্ত্রাসের জনক একজনই: সোহেল তাজ
- রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ আজ
- ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে
- মোহাম্মদপুরে বিদেশি রিভলভারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
- পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তা বদলি
- নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩.১ শতাংশ বেড়েছে
বৃথা গেল আশরাফুলের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর