অনেক দিন পর সেঞ্চুরি পেলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু লাভ হলো না তার দুর্দান্ত ব্যাটিংয়ের পরও কলাবাগান ক্রীড়াচক্র জিততে পারেনি। লিটন দাসের পাল্টা সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বর ৮ উইকেটে জয় পায় প্রিমিয়ার ক্রিকেট লিগে। ১৩১ বলে ১০৪ রানে আউট হন আশরাফুল। শুধু তিনি নন, তার সতীর্থ তাইবুর রহমানও সেঞ্চুরি করেন। ১০৯ বলে ১১৪ রানে অপরাজিত ছিলেন তাইবুর। আশরাফুল ও তাইবুর ১৮৮ রানের জুটি গড়েন। ৪ উইকেটে ২৯০ রান করে চ্যালেঞ্জ ছুড়ে দেয় কলাবাগান। বড় টার্গেটে ব্যাট করতে নেমে প্রাইম দোলেশ্বরকে মোটেই বেগ পেতে হয়নি। ইমতিয়াজ হোসেনের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৮৫ রান তুলেছেন লিটন। ৪০ রানে ইমতিয়াজ ফেরার পর ১৬ রানে ফজলে মাহমুদও আউট হয়ে গেলে কিছুটা হলেও দুশ্চিন্তায় পড়ে যায় দোলেশ্বর। তবে লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে কলাবাগান আর সুবিধা করতে পারেনি। চতুর্থ উইকেটে মার্শাল আইয়ুবের সঙ্গে ১৭০ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়েন তিনি। লিটন অপরাজিত ছিলেন ১৪৩ রানে। ১২৩ রানের ঝড়ো ইনিংসে ১৪টি বাউন্ডারি আর ৩ ছক্কা হাঁকিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। মার্শালও কম যাননি। ৭৩ বলে ৯১ রানে অপরাজিত ছিলেন তিনি। এতে ৯ চার ও ২টি ছক্কা ছিল। এদিকে ঢাকা আবাহনী ১৩৬ রানে ব্রাদার্সকে পরাজিত করে। সাইফের ১০৮ রানের কৃতিত্বে আবাহনী ২৬৬ রান করে। ব্রাদার্স পরে ১৩০ রানে অলআউট হয়ে যায়। আরেক ম্যাচে খেলাঘর ৫ উইকেটে গাজী গ্রুপকে পরাজিত করে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বৃথা গেল আশরাফুলের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর