অনেক দিন পর সেঞ্চুরি পেলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু লাভ হলো না তার দুর্দান্ত ব্যাটিংয়ের পরও কলাবাগান ক্রীড়াচক্র জিততে পারেনি। লিটন দাসের পাল্টা সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বর ৮ উইকেটে জয় পায় প্রিমিয়ার ক্রিকেট লিগে। ১৩১ বলে ১০৪ রানে আউট হন আশরাফুল। শুধু তিনি নন, তার সতীর্থ তাইবুর রহমানও সেঞ্চুরি করেন। ১০৯ বলে ১১৪ রানে অপরাজিত ছিলেন তাইবুর। আশরাফুল ও তাইবুর ১৮৮ রানের জুটি গড়েন। ৪ উইকেটে ২৯০ রান করে চ্যালেঞ্জ ছুড়ে দেয় কলাবাগান। বড় টার্গেটে ব্যাট করতে নেমে প্রাইম দোলেশ্বরকে মোটেই বেগ পেতে হয়নি। ইমতিয়াজ হোসেনের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৮৫ রান তুলেছেন লিটন। ৪০ রানে ইমতিয়াজ ফেরার পর ১৬ রানে ফজলে মাহমুদও আউট হয়ে গেলে কিছুটা হলেও দুশ্চিন্তায় পড়ে যায় দোলেশ্বর। তবে লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে কলাবাগান আর সুবিধা করতে পারেনি। চতুর্থ উইকেটে মার্শাল আইয়ুবের সঙ্গে ১৭০ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়েন তিনি। লিটন অপরাজিত ছিলেন ১৪৩ রানে। ১২৩ রানের ঝড়ো ইনিংসে ১৪টি বাউন্ডারি আর ৩ ছক্কা হাঁকিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। মার্শালও কম যাননি। ৭৩ বলে ৯১ রানে অপরাজিত ছিলেন তিনি। এতে ৯ চার ও ২টি ছক্কা ছিল। এদিকে ঢাকা আবাহনী ১৩৬ রানে ব্রাদার্সকে পরাজিত করে। সাইফের ১০৮ রানের কৃতিত্বে আবাহনী ২৬৬ রান করে। ব্রাদার্স পরে ১৩০ রানে অলআউট হয়ে যায়। আরেক ম্যাচে খেলাঘর ৫ উইকেটে গাজী গ্রুপকে পরাজিত করে।
শিরোনাম
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
বৃথা গেল আশরাফুলের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর