অনেক দিন পর সেঞ্চুরি পেলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু লাভ হলো না তার দুর্দান্ত ব্যাটিংয়ের পরও কলাবাগান ক্রীড়াচক্র জিততে পারেনি। লিটন দাসের পাল্টা সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বর ৮ উইকেটে জয় পায় প্রিমিয়ার ক্রিকেট লিগে। ১৩১ বলে ১০৪ রানে আউট হন আশরাফুল। শুধু তিনি নন, তার সতীর্থ তাইবুর রহমানও সেঞ্চুরি করেন। ১০৯ বলে ১১৪ রানে অপরাজিত ছিলেন তাইবুর। আশরাফুল ও তাইবুর ১৮৮ রানের জুটি গড়েন। ৪ উইকেটে ২৯০ রান করে চ্যালেঞ্জ ছুড়ে দেয় কলাবাগান। বড় টার্গেটে ব্যাট করতে নেমে প্রাইম দোলেশ্বরকে মোটেই বেগ পেতে হয়নি। ইমতিয়াজ হোসেনের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৮৫ রান তুলেছেন লিটন। ৪০ রানে ইমতিয়াজ ফেরার পর ১৬ রানে ফজলে মাহমুদও আউট হয়ে গেলে কিছুটা হলেও দুশ্চিন্তায় পড়ে যায় দোলেশ্বর। তবে লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে কলাবাগান আর সুবিধা করতে পারেনি। চতুর্থ উইকেটে মার্শাল আইয়ুবের সঙ্গে ১৭০ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়েন তিনি। লিটন অপরাজিত ছিলেন ১৪৩ রানে। ১২৩ রানের ঝড়ো ইনিংসে ১৪টি বাউন্ডারি আর ৩ ছক্কা হাঁকিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। মার্শালও কম যাননি। ৭৩ বলে ৯১ রানে অপরাজিত ছিলেন তিনি। এতে ৯ চার ও ২টি ছক্কা ছিল। এদিকে ঢাকা আবাহনী ১৩৬ রানে ব্রাদার্সকে পরাজিত করে। সাইফের ১০৮ রানের কৃতিত্বে আবাহনী ২৬৬ রান করে। ব্রাদার্স পরে ১৩০ রানে অলআউট হয়ে যায়। আরেক ম্যাচে খেলাঘর ৫ উইকেটে গাজী গ্রুপকে পরাজিত করে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
বৃথা গেল আশরাফুলের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর