বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ফাইনালে বাংলাদেশ

সেমিফাইনালে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশ। কিরগিজস্তানকে ৩-২ সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়নরা —বাংলাদেশ প্রতিদিন

পঞ্চম ও শেষ সেটটি শুরুর আগে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে যেন হঠাৎ করেই বিস্ফোরিত হলো! গ্যালারিতে উপস্থিত হাজার হাজার ভলিবলপ্রেমী ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’ বলে গগনবিদারী চিৎকারে মুখরিত করে রাখেন। শেষ সেটে যে দল জিতবে, তারাই বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোনের ফাইনাল খেলবে। শেষ সেটে জয়ের স্বপ্ন নিয়ে কোর্টে নামে বাংলাদেশ ও মধ্য এশিয়ার কিরগিজস্তান। কিন্তু মধ্য এশিয়ার দেশটি শেষ সেটে কোনো লড়াই করতে পারেনি বাংলাদেশের অবিশ্বাস্য স্ম্যাশ, ব্লকিংয়ের বিপক্ষে। সহজেই ২৫-১৩ পয়েন্টে জিতে টানা

দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ। অথচ টান টান উত্তেজনার ম্যাচটিতে শুরুতে পিছিয়ে পড়েছিলেন হারসিত, কাওসাররা। প্রথম সেটে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুর্দান্ত খেলে ১৫-২৫, ২৫-২০, ২৯-১৯, ১৩-২৫ ও ২৫-১৩ পয়েন্টে জিতে ফাইনালে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। দলটি সরাসরি ৩-০ সেটে হারিয়েছে নেপালকে। 

২০১৬ সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল কিরগিজস্তানকেই হারিয়ে। লিগ পর্বে হেরেছিল বাংলাদেশ। এরপর ফাইনালে হারিয়ে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ। গতকাল সেমিফাইনালে খেলার আগে একটু ভয়ই নিয়েই নেমেছিলেন হারসিতরা তারপরও ইরানিয়ান কোচের কোচিংয়ে অনেক গুছিয়ে আসা দলটি এখন পরিণত। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে পরিষ্কার হয়েছে। চাপে ভেঙে না পড়ে উল্টো ঘুরে দাঁড়িয়েছে প্রতি মুহূর্তে। শুধু তাই নয়, চেপেও ধরছে। তার প্রমাণ প্রথম সেট হেরে যায় ১৫-২৫ পয়েন্টে। তখন মনে হচ্ছিল, এবার বোধহয় ফাইনাল অধরাই রয়ে যাবে। কিন্তু মাসুদ, হারসিতরা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট ২৫-২০ ও তৃতীয় সেট ২৫-১৯ পয়েন্টে জিতে নেয়। ২-১ সেটে এগিয়ে স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়ায় কিরগিজস্তান। জিতে নেয় ২৫-১৩ পয়েন্টে। ২-২ সেটে সমতা তখন। ১০ মিনিট বিশ্রাম নেয় বাংলাদেশ। ইরানিয়ান কোচ নানা কৌশল বাতলে দেন শিষ্যদের। তাতেই উজ্জীবিত হয়ে ঝাঁপিয়ে পড়েন হারসিতরা এবং সব চাপকে পেছনে ফেলে শেষ সেট জিতে নেন ২৫-১৩ পয়েন্টে। ৩-২ সেটে জিতে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনাল জেতার পর অধিনায়ক হারসিত উচ্ছ্বসিত হয়ে পড়েন,‘আমরা জানতাম, আমরা ফাইনাল খেলব। গোটা দল আজ উজ্জীবিত খেলা খেলেছেন। আমাদের টার্গেট এখন ফাইনাল। আমরা চ্যাম্পিয়ন হতে চাই। দেশবাসী আমাদের জন্য দোওয়া করবেন।’ দুপুরে প্রথম সেমিফাইনালে তুর্কমেনিস্তান  ২৫-১৪, ২৫-১৮ ও ২৫-১৯ পয়েন্টে হারিয়েছে নেপালকে। আগামীকাল ফাইনাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর