বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা

টেস্ট র‌্যাঙ্কিয়ে আটে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট র‌্যাঙ্কিয়ে আটে বাংলাদেশ

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজকে টপকে টাইগাররা এখন আটে। বাংলাদেশের টেস্টে ইতিহাসে সেরা র‌্যাঙ্কিং এটি।

বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে চলতি বছরের জানুয়ারীতে, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তারপরও র‌্যাঙ্কিং উন্নতি হয়েছে। আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশ পক্ষে যোগ হয়েছে ৪ রেটিং পয়েন্ট। সব মিলে টাইগারদের পয়েন্ট       এখন ৭৫। অন্যদিকে ভালো করতে না পারায় ৫ রেটিং পয়েন্ট কমেছে ওয়েস্ট ইন্ডিজের। তাদের পয়েন্ট এখন ৬৭।

আগের মতোই র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছে ভারত। তবে তাদের রেটিং বেড়েছে। তাদের পয়েন্ট এখন ১২৫। অনেকটা ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে বিরাট কোহলির দল। কেন দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ১১২। প্রোটিয়াদের চেয়ে ১৩ পয়েন্ট বেশি ভারতের। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১০৬। নিউজিল্যান্ড ১০২ রেটিং নিয়ে রয়েছে তালিকার চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং ৯৮। এরপরই রয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান।

সর্বশেষ খবর