Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ৩ মে, ২০১৮ ০২:০৬

বড় হারে ফুটসালে অভিষেক সাবিনাদের

ক্রীড়া প্রতিবেদক

বড় হারে ফুটসালে অভিষেক সাবিনাদের

ফাইভ-এ সাইড ফুটসালে অধিনায়ক সাবিনা খাতুন ছাড়া কারো খেলার অভিজ্ঞতা ছিল না। গতকাল থাইল্যান্ডে অনুষ্ঠিত গ্রুপের প্রথম ম্যাচে ৭-১ গোলে বাংলাদেশ নারী দল হেরে যায় মালয়েশিয়ার কাছে। প্রথমার্ধে সাবিনারা পিছিয়ে ছিল ৫-১ গোলে। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে কিছুটা ভালো খেলে বাংলাদেশ। কিন্তু ব্যবধান আর কমাতে পারেনি। আসলে অভিজ্ঞতার কাছেই হেরেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। আজ ভিয়েতনামের বিপক্ষে লড়বে। ৬ মে খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে। ফাইভ-এ সাইড টুর্নামেন্টে অংশ নিচ্ছে এশিয়ার ১৫ দেশ চার গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপরা উঠবে কোয়ার্টার ফাইনালে। বাংলাদেশের সম্ভাবনা আছে যদি গ্রুপে দুই ম্যাচ জিততে পারে। ২০১৬ সালে মালদ্বীপের ঘরোয়া ফুটসালে খেলেছিলেন সাবিনা। বাকিদের নতুন অভিজ্ঞতা। ঢাকা ছাড়ার আগেই কোচ ছোটন বলে যান, আমরা যাচ্ছি মূলত অভিজ্ঞতা অর্জনের জন্য। সাবিনা বলেছিলেন, এই ধরনের টুর্নামেন্ট আমাদের কাছে নতুন হলেও আশা করি ভালো খেলব।


আপনার মন্তব্য