বুধবার, ১৬ মে, ২০১৮ ০০:০০ টা

ইতালির নতুন কোচ মানচিনি

ক্রীড়া ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে খেলছে না চারবারের চ্যাম্পিয়ন ইতালি। বাছাইপর্ব থেকে বাদ পড়ে গেছে। ইতালি ছাড়া বিশ্বকাপ জৌলুস হারাবে এ নিয়ে কারও সংশয় নেই। উরুগুয়ে, জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেন সব বিশ্ব চ্যাম্পিয়নরা রাশিয়ায় লড়াই করবে। শুধু নেই ইতালি। ফিফা সভাপতি ইনফান্টিনো নিজেই বলেছেন ইতালি ছাড়া বিশ্বকাপ সত্যিই বেমানান। কিন্তু বাস্তবতা মেনেই নিতে হবে। বিশ্বকাপ থেকে বাদ পড়ায় ইতালিতে ঝড় বয়ে যাচ্ছে। দেশটির ফুটবল প্রেমীদের দাবি অবহেলায় ইতালির সম্মান ধুলোয় মিশে গেছে। বুড়োদের দিয়ে চলে না। সময় এসেছে নতুন করে ভাববার। বসে নেই ইতালির ফুটবল ফেডারেশনও। নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রবার্তো মানচিনিকে।

আগের কোচ জামদিয়েরো ভেনতুরাকে বরখাস্ত করার পর ৫৩ বয়সী মানচিনিকে নতুন দায়িত্ব দেওয়া হলো। তিনি অবশ্য দুই বছরের জন্য চুক্তি করতে চান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর