বয়স ৩১ ছুঁই ছুঁই। ক্রিকেট ক্যারিয়ার শুরুর বিবেচনায় বয়সটা একটুও বেশিই। এই বয়সে বহু ক্রিকেটার ব্যাট, প্যাড, গ্লাভস, বুট তুলে রেখেছেন। অথচ ফজলে মাহমুদ রাব্বি ৩০ পেরিয়ে ৩১ বছর বয়সে শুরু করতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। অথচ কয়েক দিন আগেও তিনি ভাবতে পারেননি বাংলাদেশ দলের হয়ে মাঠ মাতাবেন। এখন এটাই সত্যি। ২১ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে মাঠ মাতাতে নামবেন রাব্বি। রাব্বির বয়সে এর আগে বাংলাদেশের জার্সি গায়ে আর কোনো ক্রিকেটারের অভিষেক হয়নি। তবে তার চেয়েও বেশি বয়সে ক্রিকেট খেলছেন জাতীয় দলের হয়ে। ফিরেছেনও দলে। তাই বয়সটাকে সংখ্যা মনে করছেন না বাঁ হাতি অলরাউন্ডার রাব্বি। অবশ্য টিম ম্যানেজমেন্ট তাকে চিন্তা করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গায়। রাব্বি কিন্তু নিজেকে সাকিবের তুল্যমুল্য ভাবছেন না। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২১ অক্টোবর। প্রথমটি মিরপুরে। পরের দুটি চট্টগ্রামে ২৪ ও ২৬ অক্টোবর। মিরপুরেই অভিষেক হতে পারে ১২৮ নম্বর টাইগার ওয়ানডে ক্রিকেটার হিসেবে। নতুন বলে সঙ্গী হিসেবে নামবেন লিটন দাসের। টিম ম্যানেজমেন্ট তাকে সাকিবের স্থলে ভাবলেও সিরিজে তাকে দেখা যাবে ওপেনার হিসেবে। এশিয়া কাপের সূচনা ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কব্জিতে ব্যথা পান তামিম ইকবাল। এরপর আর এশিয়া কাপে খেলেননি বাঁ হাতি ওপেনার। তার অভাব গোটা টুর্নামেন্টে হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। যদিও ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন লিটন দাস। তারপরও গোটা আসরে আর কোনো ওপেনার রান করতে পারেননি। জিম্বাবুয়ে সিরিজে যাতে ওপেন সমস্যায় পড়তে না হয়, সেজন্যই ৬৮ প্রথম শ্রেণির ম্যাচে ৩৭১৫ রান ও ৮০ লিস্ট ‘এ’ ম্যাচে ২২০০ রান করা ফজলে রাব্বিকে দলে নিয়েছেন টিম ম্যানেজমেন্ট।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
সাকিবের জায়গায় রাব্বি?
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর