বয়স ৩১ ছুঁই ছুঁই। ক্রিকেট ক্যারিয়ার শুরুর বিবেচনায় বয়সটা একটুও বেশিই। এই বয়সে বহু ক্রিকেটার ব্যাট, প্যাড, গ্লাভস, বুট তুলে রেখেছেন। অথচ ফজলে মাহমুদ রাব্বি ৩০ পেরিয়ে ৩১ বছর বয়সে শুরু করতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। অথচ কয়েক দিন আগেও তিনি ভাবতে পারেননি বাংলাদেশ দলের হয়ে মাঠ মাতাবেন। এখন এটাই সত্যি। ২১ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে মাঠ মাতাতে নামবেন রাব্বি। রাব্বির বয়সে এর আগে বাংলাদেশের জার্সি গায়ে আর কোনো ক্রিকেটারের অভিষেক হয়নি। তবে তার চেয়েও বেশি বয়সে ক্রিকেট খেলছেন জাতীয় দলের হয়ে। ফিরেছেনও দলে। তাই বয়সটাকে সংখ্যা মনে করছেন না বাঁ হাতি অলরাউন্ডার রাব্বি। অবশ্য টিম ম্যানেজমেন্ট তাকে চিন্তা করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গায়। রাব্বি কিন্তু নিজেকে সাকিবের তুল্যমুল্য ভাবছেন না। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২১ অক্টোবর। প্রথমটি মিরপুরে। পরের দুটি চট্টগ্রামে ২৪ ও ২৬ অক্টোবর। মিরপুরেই অভিষেক হতে পারে ১২৮ নম্বর টাইগার ওয়ানডে ক্রিকেটার হিসেবে। নতুন বলে সঙ্গী হিসেবে নামবেন লিটন দাসের। টিম ম্যানেজমেন্ট তাকে সাকিবের স্থলে ভাবলেও সিরিজে তাকে দেখা যাবে ওপেনার হিসেবে। এশিয়া কাপের সূচনা ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কব্জিতে ব্যথা পান তামিম ইকবাল। এরপর আর এশিয়া কাপে খেলেননি বাঁ হাতি ওপেনার। তার অভাব গোটা টুর্নামেন্টে হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। যদিও ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন লিটন দাস। তারপরও গোটা আসরে আর কোনো ওপেনার রান করতে পারেননি। জিম্বাবুয়ে সিরিজে যাতে ওপেন সমস্যায় পড়তে না হয়, সেজন্যই ৬৮ প্রথম শ্রেণির ম্যাচে ৩৭১৫ রান ও ৮০ লিস্ট ‘এ’ ম্যাচে ২২০০ রান করা ফজলে রাব্বিকে দলে নিয়েছেন টিম ম্যানেজমেন্ট।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
সাকিবের জায়গায় রাব্বি?
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর