বয়স ৩১ ছুঁই ছুঁই। ক্রিকেট ক্যারিয়ার শুরুর বিবেচনায় বয়সটা একটুও বেশিই। এই বয়সে বহু ক্রিকেটার ব্যাট, প্যাড, গ্লাভস, বুট তুলে রেখেছেন। অথচ ফজলে মাহমুদ রাব্বি ৩০ পেরিয়ে ৩১ বছর বয়সে শুরু করতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। অথচ কয়েক দিন আগেও তিনি ভাবতে পারেননি বাংলাদেশ দলের হয়ে মাঠ মাতাবেন। এখন এটাই সত্যি। ২১ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে মাঠ মাতাতে নামবেন রাব্বি। রাব্বির বয়সে এর আগে বাংলাদেশের জার্সি গায়ে আর কোনো ক্রিকেটারের অভিষেক হয়নি। তবে তার চেয়েও বেশি বয়সে ক্রিকেট খেলছেন জাতীয় দলের হয়ে। ফিরেছেনও দলে। তাই বয়সটাকে সংখ্যা মনে করছেন না বাঁ হাতি অলরাউন্ডার রাব্বি। অবশ্য টিম ম্যানেজমেন্ট তাকে চিন্তা করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গায়। রাব্বি কিন্তু নিজেকে সাকিবের তুল্যমুল্য ভাবছেন না। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২১ অক্টোবর। প্রথমটি মিরপুরে। পরের দুটি চট্টগ্রামে ২৪ ও ২৬ অক্টোবর। মিরপুরেই অভিষেক হতে পারে ১২৮ নম্বর টাইগার ওয়ানডে ক্রিকেটার হিসেবে। নতুন বলে সঙ্গী হিসেবে নামবেন লিটন দাসের। টিম ম্যানেজমেন্ট তাকে সাকিবের স্থলে ভাবলেও সিরিজে তাকে দেখা যাবে ওপেনার হিসেবে। এশিয়া কাপের সূচনা ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কব্জিতে ব্যথা পান তামিম ইকবাল। এরপর আর এশিয়া কাপে খেলেননি বাঁ হাতি ওপেনার। তার অভাব গোটা টুর্নামেন্টে হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। যদিও ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন লিটন দাস। তারপরও গোটা আসরে আর কোনো ওপেনার রান করতে পারেননি। জিম্বাবুয়ে সিরিজে যাতে ওপেন সমস্যায় পড়তে না হয়, সেজন্যই ৬৮ প্রথম শ্রেণির ম্যাচে ৩৭১৫ রান ও ৮০ লিস্ট ‘এ’ ম্যাচে ২২০০ রান করা ফজলে রাব্বিকে দলে নিয়েছেন টিম ম্যানেজমেন্ট।
শিরোনাম
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১