বয়স ৩১ ছুঁই ছুঁই। ক্রিকেট ক্যারিয়ার শুরুর বিবেচনায় বয়সটা একটুও বেশিই। এই বয়সে বহু ক্রিকেটার ব্যাট, প্যাড, গ্লাভস, বুট তুলে রেখেছেন। অথচ ফজলে মাহমুদ রাব্বি ৩০ পেরিয়ে ৩১ বছর বয়সে শুরু করতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। অথচ কয়েক দিন আগেও তিনি ভাবতে পারেননি বাংলাদেশ দলের হয়ে মাঠ মাতাবেন। এখন এটাই সত্যি। ২১ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে মাঠ মাতাতে নামবেন রাব্বি। রাব্বির বয়সে এর আগে বাংলাদেশের জার্সি গায়ে আর কোনো ক্রিকেটারের অভিষেক হয়নি। তবে তার চেয়েও বেশি বয়সে ক্রিকেট খেলছেন জাতীয় দলের হয়ে। ফিরেছেনও দলে। তাই বয়সটাকে সংখ্যা মনে করছেন না বাঁ হাতি অলরাউন্ডার রাব্বি। অবশ্য টিম ম্যানেজমেন্ট তাকে চিন্তা করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গায়। রাব্বি কিন্তু নিজেকে সাকিবের তুল্যমুল্য ভাবছেন না। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২১ অক্টোবর। প্রথমটি মিরপুরে। পরের দুটি চট্টগ্রামে ২৪ ও ২৬ অক্টোবর। মিরপুরেই অভিষেক হতে পারে ১২৮ নম্বর টাইগার ওয়ানডে ক্রিকেটার হিসেবে। নতুন বলে সঙ্গী হিসেবে নামবেন লিটন দাসের। টিম ম্যানেজমেন্ট তাকে সাকিবের স্থলে ভাবলেও সিরিজে তাকে দেখা যাবে ওপেনার হিসেবে। এশিয়া কাপের সূচনা ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কব্জিতে ব্যথা পান তামিম ইকবাল। এরপর আর এশিয়া কাপে খেলেননি বাঁ হাতি ওপেনার। তার অভাব গোটা টুর্নামেন্টে হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। যদিও ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন লিটন দাস। তারপরও গোটা আসরে আর কোনো ওপেনার রান করতে পারেননি। জিম্বাবুয়ে সিরিজে যাতে ওপেন সমস্যায় পড়তে না হয়, সেজন্যই ৬৮ প্রথম শ্রেণির ম্যাচে ৩৭১৫ রান ও ৮০ লিস্ট ‘এ’ ম্যাচে ২২০০ রান করা ফজলে রাব্বিকে দলে নিয়েছেন টিম ম্যানেজমেন্ট।
শিরোনাম
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
- মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে দুই ভাই নিহত
- মাদারীপুরে দাফনের দেড় মাস পর ঠিকাদারের মরদেহ উত্তোলন
- রূপগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী আইন শিক্ষার্থীদের বুট ক্যাম্প
- ফ্লোরিডায় তিন খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
- চট্টগ্রামে তিন শতাধিক মানুষ পেল চিকিৎসা ও ওষুধ
- ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
- দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
- পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
- টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
- তেঁতুলিয়ায় পানিবন্দি ২০ পরিবারের জলাবদ্ধতা নিরসনে বিএনপির উদ্যোগ
- যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো
সাকিবের জায়গায় রাব্বি?
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
