বয়স ৩১ ছুঁই ছুঁই। ক্রিকেট ক্যারিয়ার শুরুর বিবেচনায় বয়সটা একটুও বেশিই। এই বয়সে বহু ক্রিকেটার ব্যাট, প্যাড, গ্লাভস, বুট তুলে রেখেছেন। অথচ ফজলে মাহমুদ রাব্বি ৩০ পেরিয়ে ৩১ বছর বয়সে শুরু করতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। অথচ কয়েক দিন আগেও তিনি ভাবতে পারেননি বাংলাদেশ দলের হয়ে মাঠ মাতাবেন। এখন এটাই সত্যি। ২১ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে মাঠ মাতাতে নামবেন রাব্বি। রাব্বির বয়সে এর আগে বাংলাদেশের জার্সি গায়ে আর কোনো ক্রিকেটারের অভিষেক হয়নি। তবে তার চেয়েও বেশি বয়সে ক্রিকেট খেলছেন জাতীয় দলের হয়ে। ফিরেছেনও দলে। তাই বয়সটাকে সংখ্যা মনে করছেন না বাঁ হাতি অলরাউন্ডার রাব্বি। অবশ্য টিম ম্যানেজমেন্ট তাকে চিন্তা করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গায়। রাব্বি কিন্তু নিজেকে সাকিবের তুল্যমুল্য ভাবছেন না। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২১ অক্টোবর। প্রথমটি মিরপুরে। পরের দুটি চট্টগ্রামে ২৪ ও ২৬ অক্টোবর। মিরপুরেই অভিষেক হতে পারে ১২৮ নম্বর টাইগার ওয়ানডে ক্রিকেটার হিসেবে। নতুন বলে সঙ্গী হিসেবে নামবেন লিটন দাসের। টিম ম্যানেজমেন্ট তাকে সাকিবের স্থলে ভাবলেও সিরিজে তাকে দেখা যাবে ওপেনার হিসেবে। এশিয়া কাপের সূচনা ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কব্জিতে ব্যথা পান তামিম ইকবাল। এরপর আর এশিয়া কাপে খেলেননি বাঁ হাতি ওপেনার। তার অভাব গোটা টুর্নামেন্টে হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। যদিও ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন লিটন দাস। তারপরও গোটা আসরে আর কোনো ওপেনার রান করতে পারেননি। জিম্বাবুয়ে সিরিজে যাতে ওপেন সমস্যায় পড়তে না হয়, সেজন্যই ৬৮ প্রথম শ্রেণির ম্যাচে ৩৭১৫ রান ও ৮০ লিস্ট ‘এ’ ম্যাচে ২২০০ রান করা ফজলে রাব্বিকে দলে নিয়েছেন টিম ম্যানেজমেন্ট।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
সাকিবের জায়গায় রাব্বি?
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর