মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মেসিকে রোনালদোর নিমন্ত্রণ

ক্রীড়া ডেস্ক

সেই শুরু থেকেই লিওনেল মেসি খেলছেন বার্সেলোনায়। ক্যারিয়ারটা এখানেই শেষ করার ইচ্ছে তার। যদি কোনোদিন বার্সেলোনা ছাড়েন, তবে ফিরে যাবেন আর্জেন্টিনায়। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো বোধ হয় লিওনেল মেসিকে খুব বেশি মিস করছেন। ইতালিতে বড্ড একা হয়ে গেছেন তিনি। যোগ্য কোনো প্রতিদ্বন্দ্বীই খুঁজে পাচ্ছেন না। প্রথমদিকের আড়ষ্টতা কাটিয়ে উঠে বেশ মানিয়ে নিয়েছেন জুভেন্টাসে। গোলের পর গোল করেই চলেছেন। এরই মধ্যে লিগে ১০টি গোল করেছেন তিনি। অবশ্য ইতালিয়ান লিগে ১১ গোল নিয়ে শীর্ষে আছেন জেনোয়ার পিয়াটেক। এই ব্যবধান রোনালদোর কাছে খুব বড় কিছু নয়। লিওনেল মেসি এখানে এলে যে প্রতিদ্বন্দ্বিতাটা জমে উঠবে তা ভালোই জানেন রোনালদো। এই কারণেই বোধ হয় তিনি মেসিকে ইতালিতে নিমন্ত্রণ জানিয়েছেন। রোনালদো বলেন, ‘আমি তাকে (মেসি) ইতালিতে দেখতে পছন্দ করব। আমি আশা করি সেও আমার মতোই চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করবে। তবে এটাও ঠিক, যদি সে বার্সেলোনায় খুশি থাকে তবে আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাব।’ রোনালদো পর্তুগালে ক্যারিয়ার শুরু করে ইংল্যান্ড ও স্পেন হয়ে ইতালিতে পৌঁছেছেন। ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ লিগের তিনটাতেই খেলেছেন তিনি।

 ইংল্যান্ড ও স্পেনে সফল হওয়ার পর এবার ইতালিতে সফল হওয়ার পথে ছুটছেন। দেখা যাক, রোনালদোর নিমন্ত্রণ গ্রহণ করেন কি না মেসি!

সর্বশেষ খবর