সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইমরানের সঙ্গে কোহলির তুলনা

ক্রীড়া ডেস্ক

ইমরানের সঙ্গে কোহলির তুলনা

ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের ওপর আধিপত্য ও শাসন করেই চলেছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটসম্যান হিসেবে বিশ্বসেরা হওয়ার পরও কোহলিকে নিয়ে সংশয় ছিল তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারবেন কি-না? অথচ রাফ অ্যান্ড টার্ফ বলে খ্যাত এই ক্রিকেটার ধোনির

জায়গায় সুন্দরভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন। নেতৃত্ব গুণে জয় করেছেন সমালোচকদের মন।

কোহলির ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার আবদুল

কাদির। তিনি বলেছেন, কোহলির নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা ইমরান খানের মতোই।

ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কাদির বলেছেন, ১৯৯২ সালের বিশ্বকাপ জেতালেন ইমরান যেমন সামনে থেকে নেতার মতো পাকিস্তান দলকে নেতৃত্ব দিতেন, তেমনটি দেখছি কোহলির মধ্যেও। তিনি বলেন, সামনেই বিশ্বকাপ কোহলি যদি যোগ্য নেতৃত্ব দিয়ে দলকে খেলাতে পারেন, তাহলে ভারতেরই বিশ্বজয়ের সম্ভাবনা বেশি।

সর্বশেষ খবর