শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চলে গেলেন বেকহামদের গুরু

ক্রীড়া ডেস্ক

চলে গেলেন বেকহামদের গুরু

শিষ্যদের সঙ্গে এরিক হ্যারিসন

গত শতকের নব্বইয়ের দশকে ‘স্কুল অব ৯২’ নামে ম্যানচেস্টার ইউনাইটেড দারুণ একটা দল গড়ে তুলেছিল। রেড ডেভিলদের যুব দল থেকে উঠে এসেছিলেন ডেভিড বেকহাম, নিকি বাট, রায়ান গিগস, গ্যারি নেভিল, ফিল নেভিল আর পল স্কলসদের মতো কিংবদন্তিতুল্য ফুটবলার। সেই স্কুলের পরিশ্রমী গুরু ছিলেন এরিক হ্যারিসন। যার কাজই ছিল স্যার আলেক্স ফার্গুসনকে ফুটবলার সাপ্লাই দেওয়া। এই হ্যারিসনের তৈরি করা ফুটবল সৈনিকদের দিয়েই একের পর এক যুদ্ধে জিতেছেন ফার্গুসন। প্রায় দুটি দশক এককভাবে আধিপত্য বিস্তার করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই এরিস হ্যারিসন এবার পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালেন। গতকাল ক্লাবের পক্ষ থেকে ৮১ বছর বয়সী হ্যারিসনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। দিন কয়েক আগেই চলে গেলেন বিশ্বকাপজয়ী গর্ডন ব্যাঙ্কস। এবার বিদায় নিলেন এরিক হ্যারিসন। তার বিদায়ে শোকাহত পুরো ম্যানইউ পরিবার। পাশাপাশি ফুটবল দুনিয়া। গ্যারি নেভিল টুইটারে লিখেছেন, ‘আমাদের শিক্ষক, কোচ এবং যিনি আমাদের ফুটবলার হিসেবে তৈরি করেছেন তাকে হারিয়েছি। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন কীভাবে ফুটবলটা খেলতে হয়, কীভাবে কখনোই হার মানতে নেই, কীভাবে ব্যক্তিগত যুদ্ধটা জিততে হয়।’ ডেভিড বেকহাম তার দীর্ঘ বক্তব্যে লিখেছেন, ‘আমি এখনো চোখ বন্ধ করলেই দেখতে পাই, কীভাবে তিনি আমাদের ক্লিফ ট্রেনিং সেন্টানে ফুটবল শেখাতেন।’ দীর্ঘ বক্তব্যের শেষদিকে বেকহাম বলেছেন, ‘এরিক আমরা তোমাকে ভালবাসি। সবকিছুর জন্যই আমরা তোমার কাছে চিরঋণী।’

সর্বশেষ খবর