Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৩ মার্চ, ২০১৯ ২৩:১২

সাঁতারে সেরা নৌবাহিনী

৯ সোনা জিতে চমক জুনাইনার

ক্রীড়া প্রতিবেদক

৯ সোনা জিতে চমক জুনাইনার
জুনাইনা আহমেদের গলায় সোনার পদক পরিয়ে দেওয়া হয় -বাংলাদেশ প্রতিদিন

চোখে বার বার ভেসে উঠছিল দেশের কিংবদন্তি সাঁতারু মোশাররফ হোসেনের প্রতিছবি। ৭০ বা ৮০ দশকে জাতীয় সাঁতার মানেই তার গলায় সোনার পদক ভরে যাওয়া। অনেকদিন পর সেই ছবিটা ধরা পড়েছিল চোখের সামনে। পুরুষ নয়, এবার জাতীয় সাঁতারে ইতিহাস গড়েছেন মহিলা এক সাঁতারু। তাও আবার এখনো তার বয়স ষোলোও ছুঁয়নি। লন্ডন প্রবাসী কিশোরী জুনাইনা আহমেদ দুই বছর আগে বয়সভিত্তিক সাঁতারে ১১ সোনা জিতে আলোড়ন তোলেন।

এবার কাঁপালেন জাতীয় প্রতিযোগিতায়। দেশসেরা জাতীয় সাঁতারে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ৯ সোনা জিতে বাংলাদেশ চ্যাম্পিয়নের খেতাব পেয়েছেন। পুরুষদের বিভাগে সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ ও নৌবাহিনীর আরিফুল ইসলাম যৌথভাবে পাঁচ সোনা জয় করেন। গতকাল ছিল ম্যাক্স ২৯তম জাতীয় সাঁতারের শেষ দিন। নৌবাহিনী ৩২ সোনা, ২০ রুপা ও ১৫ তামা নিয়ে দলগতভাবে চ্যাম্পিয়ন হয়। সেনাবাহিনী ১০ সোনা, ১৯ রুপা ও ১৭ তামা নিয়ে রানার্সআপ হয়। ৯টি দল অংশ নিলেও অন্য কেউ সোনা জেতেনি। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীয় প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বিজয়ীদের সঙ্গে পুরস্কার বিতরণ করেন। সমাপনী দিনে ১৫০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জেতেন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। মহিলা ৮০০ মিটার ফ্রি স্টাইলে নতুন রেকর্ড গড়ে সোনা জেতেন। ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে নৌবাহিনীর আরিফুল ইসলাম রেকর্ড গড়ে সোনা জেতেন। ৫০ মিটার মহিলা ব্রেস্ট স্ট্রোকে সোনা জেতেন মাহফুজা খাতুন শিলা। পুরুষ ২০০ মিটার মিডলে নতুন রেকর্ড গড়ে সোনা পান আরিফুল ইসলাম। ২০০ মিটার ব্যক্তিগত মিডলে সোনা জেতেন জুনাইনা আহমেদ। ১০০ মিটার ফ্রি স্টাইলে সোনা পান মাহফিজুর রহমান সাগর। ৪´১০০ মিটার পুরুষ রিলেতে সোনা জেতেন মামুনুর রশিদ, আরিফুল ইসলাম, মাহাদুন্নবী নাহিদ ও মাহফিজুর রহমান সাগর। মেয়েদের বিভাগে সুরাইয়া, শিলা, সোনিয়া আক্তার ও জুনাইনা আহমেদ সোনা জেতেন।


আপনার মন্তব্য