শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

লিভারপুল-বার্সা কোয়ার্টার ফাইনালে

ক্রীড়া ডেস্ক

লিভারপুল-বার্সা কোয়ার্টার ফাইনালে

১০ বছর আগের কথা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে (২০০৮-০৯ মৌসুমে) চারটে ইংলিশ ক্লাব খেলেছিল (ম্যানইউ, চেলসি, আর্সেনাল ও লিভারপুল)। সেই মৌসুমে সেমিফাইনাল খেলেছিল তিনটা ইংলিশ ক্লাব (ম্যানইউ, চেলসি ও আর্সেনাল)। অবশ্য শিরোপা জিতেছিল বার্সেলোনা। আবারও চারটে ইংলিশ ক্লাব কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল (ম্যানসিটি, লিভারপুল, ম্যানইউ ও টটেনহ্যাম)। গত বুধবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে ওঠে এসেছে লিভারপুল। দলের পক্ষে দুটি গোল করেন স্যাডিও মানে। অপর গোলটি করেন ভিরগিল ফন ডিক। বায়ার্নের গোলটি করেন ম্যানসিটির জোয়েল ম্যাটিপ (আত্মঘাতী গোল)। দুই দলের প্রথম লেগ গোলশূন্য ড্রতে শেষ হয়েছিল। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে গোল উৎসব করলেন লিওনেল মেসিরা। গত বুধবার ন্যু ক্যাম্পে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বার্সেলোনা ৫-১ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওকে। লিওনেল মেসি দুটি গোল করার পাশাপাশি দুটি গোলে এসিস্টও করেছেন।

সর্বশেষ খবর