রবিবার, ১৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সাবিনাদের হার

ক্রীড়া প্রতিবেদক

সাবিনাদের হার

নেপালকে হারানোর স্বপ্নটা পূরণ হলো না সাবিনাদের। লক্ষ্য পূরণ হয়নি সেমিফাইনালে শক্তিশালী ভারতকে এড়ানোর। নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গসালা স্টেডিয়ামে গতকাল স্বাগতিক নেপালের কাছে ৩-০ গোলে হেরে গ্রুপ রানার্স-আপ হয়েছে বাংলাদেশ মহিলা দল। দুই ম্যাচ জিতে নেপাল ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা কিংবা ভারতের। অবশ্য প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছিলেন সাবিনারা। সব মিলিয়ে সিনিয়র পর্যায়ে এখন পর্যন্ত একবারও নেপালকে হারাতে পারেনি বাংলাদেশ। পাঁচ মুখোমুখিতে ড্র সাকল্যে একটি, গত নভেম্বরে অলিম্পিক বাছাইয়ে ১-১ গোলে ড্র করেছিল। এ ছাড়া ২০১০ সালে সাফে ৩-০, ২০১৪ সালে সাফে ১-০ এবং দক্ষিণ এশিয়ান গেমসে ২০১০ সালে ১-০ ও ২০১৬ সালে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। স্বাগতিক নেপালের গতিশীল ফুটবলের কাছে হেরে যান সাবিনারা। এর মধ্যে শুরুতেই পিছিয়ে পড়ে আত্মঘাতী গোলে। এরপর আরও ২ গোল করে জয়ের ধারা ধরে রাখে ‘হিমালয় দুহিতা’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর