সার্চ সংখ্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীর সংখ্যা ও আয় এই তিনটি বিষয়কে সামনে রেখে ইএসপিএন ২০১৯ সালে বিশ্বের সেরা ১০০ জন ক্রীড়াবিদের নাম প্রকাশ করেছে। সেই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাকিবের অবস্থান ৯০, মুশফিকের ৯২ আর মাশরাফির ৯৮। এবারই প্রথমবারের মতো বাংলাদেশের ক্রীড়াবিদরা এই তালিকায় সুযোগ পেয়েছেন।
এ তালিকায় সবার উপরে রয়েছেন পর্তুগিজ ও জুভেন্টাসের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। দুইয়ে রয়েছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস। তিনে রয়েছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। চারে রয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার। বাংলাদেশের ক্রিকেটার ছাড়াও ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। সাত নম্বরে আছেন ভারতের সুপারস্টার বিরাট কোহলি। একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি এই তালিকার সেরা ১০-এ জায়গা করে নিয়েছেন। এছাড়া অন্য ক্রিকেটারদের মধ্যে আছেন, মহেন্দ্র সিং ধোনি (১৩), যুবরাজ সিং (১৮), সুরেশ রায়না (২২), রোহিত শর্মা (৪৬), রবিচন্দ্রন অশ্বিন (৪২), হরভজন সিং (৭৪) ও শিখর ধাওয়ান (৯৪)। ৭৮টি দেশের প্রায় ৮০০ ক্রীড়াবিদের মধ্য থেকে এই তালিকা করা হয়েছে।
