মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

চ্যালেঞ্জের মুখে সাবিনারা

ক্রীড়া প্রতিবেদক

চ্যালেঞ্জের মুখে সাবিনারা

সাফ জয়ের স্বপ্ন নিয়ে নারী ফুটবল দল নেপালে লড়ছে। কিন্তু শিরোপার স্বপ্ন পূরণ হবে কী? মেয়েরাতো দেশকে অনেক শিরোপা এনে দিয়েছে। তবে তা বয়সভিত্তিক টুর্নামেন্ট। মেয়েদের জাতীয় দল কখনো ট্রফি জিততে পারেনি। গতবার অবশ্য ফাইনাল খেলার সুযোগ পেয়েছিলেন সাবিনারা। ভারতের কাছে হেরে শিরোপা হাত ছাড়া করেছে। এবার সেই অধরা ট্রফি হাতে নিতে চায় বাংলাদেশ। কিন্তু তা কি সম্ভব? শিরোপা নয়, বাংলাদেশ এবার ফাইনাল খেলতে পারবে কিনা সেটাই প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

আগামীকাল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই। প্রথম সেমিতে লড়বে নেপাল-শ্রীলঙ্কা। এরপর বাংলাদেশ-ভারতের লড়াই। গতবার যারা ফাইনাল খেলেছিল। এবার তারা সেমিতে লড়ছে। কথা হচ্ছে ফাইনাল খেলবে কারা? প্রথম সেমিফাইনালে স্বাগতিক নেপাল ফেবারিট। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের জয়ের সম্ভাবনা রয়েছে। নেপাল যদি ফাইনালে উঠে ২২ মার্চ তাদের প্রতিপক্ষ হবে কে? অপ্রিয় হলেও সত্যি যে, এখানে ভারতের সম্ভাবনা রয়েছে। চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশের ফাইনাল খেলাটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ খবর