রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

রাতটি ছিল স্টারলিংয়ের

ইউরো কাপ বাছাইপর্ব

ক্রীড়া ডেস্ক

রাতটি ছিল স্টারলিংয়ের

ইংল্যান্ডকে গত বিশ্বকাপে নতুন করে চিনেছে ফুটবল দুনিয়া। ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা আরও একবার স্বপ্নের জাল বুনন করার কাঁচামাল উপহার দিয়েছে ভক্তদের। বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলেছে দলটা। দারুণ সে দলের অন্যতম তারকা ছিলেন রহিম স্টারলিং। নতুন বছরে দারুণ এক রাত উপহার দিলেন তিনি ভক্তদের। ২০১৯ সালে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই দুর্দান্ত হ্যাটট্রিক করলেন। দলকে উপহার দিলেন ৫-০ গোলের দারুণ জয়। ইউরো কাপের বাছাই পর্বে গত শুক্রবার চেক প্রজাতন্ত্রকে হারিয়ে শুভ সূচনা করেছে ইংলিশরা। দলের পক্ষে একটি গোল করেছেন অধিনায়ক হ্যারি  কেইন। চেক ফুটবলার টমাস একটা আত্মঘাতী গোল করে ইংল্যান্ডের জয়ের ব্যবধান বাড়িয়েছেন। এদিকে গত শুক্রবার ইউরো কাপের বাছাই পর্বে দারুণ জয়  পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও। তারা ৪-১ গোলে হারিয়েছে মলদোভাকে। ফ্রান্সের পক্ষে গোল করেছেন গ্রিজমান, অলিভিয়ের গিরদ, রাফায়েল ভারানে ও কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ড ও ফ্রান্স জয় পেলেও ড্র করেছে ইউরো কাপের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। তারা গোলশূন্য ড্র করেছে ইউক্রেনের সঙ্গে। এ ছাড়াও তুরস্ক ২-০ গোলে আলবেনিয়াকে, আইসল্যান্ড ২-০  গোলে অ্যান্ডোরাকে এবং লুক্সেমবার্গ ২-১ গোলে লিথুনিয়াকে হারিয়েছে। ১-১ গোলে ড্র করেছে বুলগেলিয়া-মন্টিনিগ্রো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর