মঙ্গলবার, ১৪ মে, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তানকে ‘আনপ্রেডিক্টেবল’ মানতে নারাজ আর্থার

ক্রীড়া প্রতিবেদক

১৯৯২ সালে পাকিস্তান যেবার বিশ্বচ্যাম্পিয়ন হল, সেবার আন্ডারডগ ছিল আসরে। কিন্তু ইমরান খানের নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল দুরন্ত ক্রিকেট খেলে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আন্ডারডগ ছিল সরফরাজ খানের পাকিস্তান। সেবারও চ্যাম্পিয়ন্স হয়েছিল দুরন্ত ক্রিকেট খেলে। ২০০৯ সালে টি-২০ চ্যাম্পিয়ন হয়েছিল অসাধারণ ক্রিকেট খেলে। তারপরও পাকিস্তানকে বরাবরই ‘আনপ্রেডিক্টেবল’ দল বলা হয়। অতীত রেকর্ডসের জন্য আসন্ন বিশ্বকাপেও ‘আনপ্রেডিক্টেবল’ দল বলা হচ্ছে পাকিস্তানকে। কিন্তু কোচ মিকি আর্থার এটা মানতে রাজি নন, ‘আনপ্রেডিক্টেবল’-শব্দটি আমাদের কোচিং স্টাফ ঘৃণা করি। পাকিস্তান শীর্ষ চালে থাকবে আনপ্রেডিক্টেবিলিটির কারণে নয়। শীর্ষ চারে থাকবে, কারণ পাকিস্তান কঠোর পরিশ্রম করছে এবং তাদের সামর্থ্যরে প্রমাণ দিয়ে।’

পাকিস্তান দলের আর্থারের সহযোগী স্টাফ গ্রান্ট ফ্লাওয়ার ও গ্রেন্ট লুডেন। বিশ্বকাপ শুরু ৩০ মে। পাকিস্তানের বিশ্বকাপ মিশন শুরু ৩১ মে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে।

 

সর্বশেষ খবর