Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ১৯ মে, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৮ মে, ২০১৯ ২২:৫৬

গার্ডিওলার ভাবনায় আগামী মৌসুম

ক্রীড়া ডেস্ক

গার্ডিওলার ভাবনায় আগামী মৌসুম

জুভেন্টাস থেকে সরে দাঁড়ানোর কথা বলেছেন মাসিমিলিয়ানো আলেগ্রি। ইতালিয়ান ক্লাবটির নজর এখন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্ডিওলার দিকে। যে কোনো মূল্যে গার্ডিওলাকে চাইছে জুভেন্টাস। কিন্তু গার্ডিওলার সেদিকে নজর নেই। গতকাল ট্রেবল জিততে ওয়াটফোর্ডের বিপক্ষে এফএ কাপের ফাইনাল খেলেছে ম্যানসিটি। যদি শিরোপা জিতে যায়, তাহলে ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো ট্রেবল জিতবে। গার্ডিওলাও চাইছেন ট্রেবল জিতে আগামী মৌসুমে পা রাখতে। চলতি মৌসুম শেষ হওয়ার আগেই আগামী মৌসুম নিয়ে ভাবতে শুরু করে সতর্ক করেছেন ফুটবলারদের। নতুন খেলোয়াড় সংগ্রহের পাশাপাশি লেরয় সানে, ইলকাই গিনদোয়ান ও অধিনায়ক ভিনসেন্ট কোম্পানিকেও রেখে দিতে চাইছেন। ম্যান সিটি ইতিমধ্যেই জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইংলিশ লিগ কাপের শিরোপা।


আপনার মন্তব্য