বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯ ০০:০০ টা

আমিরের দিনে অসিদের জয়

ক্রীড়া ডেস্ক

আমিরের দিনে অসিদের জয়

আমির পাঁচ উইকেট শিকার করেও দলকে জেতাতে পারলেন না -এএফপি

ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরির (১০৭) পর অস্ট্রেলিয়ার সংগ্রহ কোথায় গিয়ে দাঁড়াবে তাই নিয়ে অংক কষতে শুরু করেছিল অনেকে। ২৫ ওভারের আগেই অসিদের স্কোর ছাড়িয়েছিল ১৫০। কিন্তু প্রথমদিকের এই ঝড় শেষদিকে আর থাকেনি। মোহাম্মদ আমির পাঁচ উইকেট শিকার করেন মাত্র ৩০ রানে। ৪৯ ওভারে ৩০৭ করে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম উইকেট জুটিতে ১৪৬ করেন ফিঞ্চ-ওয়ার্নার। ফিঞ্চ (৮২) ও ওয়ার্নার বিদায় নেওয়ার পর কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানই বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। এরপর সর্বোচ্চ ২৩ রান করেন শন মার্শ। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। তবে মাঝখানে অধিনায়ক সরফরাজ (৪০) এবং ওয়াহাব রিয়াজ (৪৩) দারুণভাবে দলের হাল ধরেছিলেন। এছাড়াও ইমাম ৫৩, হাফিজ ৪৬ করেন।  পাকিস্তান ২৬৬ রানে অলআউট হয়। হেরে যায় ৪১ রানে। অস্ট্রেলিয়ার পক্ষে কামিন্স ৩টি, স্টার্ক ২টি ও রিচার্ডসন ২টি উইকেট নেন। এ জয়ে অস্ট্রেলিয়া ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ওঠে এল। শীর্ষে আছে নিউজিল্যান্ড।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর