শিরোনাম
শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সেমিফাইনাল হলেই জ্বলে ওঠে স্মিথের ব্যাট

ক্রীড়া প্রতিবেদক

সেমিফাইনাল হলেই জ্বলে ওঠে স্মিথের ব্যাট

স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ান ক্রিকেটে নির্ভরযোগ্য এক নাম। এজবাস্টনে গতকাল চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে খেলেন ৮৫ রানের প্রত্যয়ী এক ইনিংস -এএফপি

বল টেম্পারিংয়ে জড়িত থেকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন এক বছর। তারপরও অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্টের আস্থায় সবার উপরে ছিলেন স্টিভ স্মিথ। বিশ্বকাপ ক্রিকেটে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শিরোপা অক্ষুণ্ন রাখতে যে স্কোয়াড ঘোষণা করে, তাতে সবার ওপরের নামটি সাবেক অধিনায়কের। এক বছর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট না খেললেও ক্রিকেট মহাযজ্ঞে আলো ছড়াতে কোনো সমস্যা হয়নি স্মিথের। বিশ্বকাপে গতকাল এজবাস্টনে চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেলেন ৮৫ রানের ইনিংস। এবার নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ খেলছেন স্মিথ। ২০১১ সালে ঠিকমতো ব্যাট করার সুযোগ পাননি। ২০১৫ সালে সেমিফাইনালে ভারতের বিপক্ষে ওয়ান ডাউনে ব্যাট করে খেলেন ম্যাচসেরা ১০৫ রানের নানন্দিক এক ইনিংস। ৯৫ বলের দুর্দান্ত ইনিংসটিতে সাজানো ছিল ১১ চার ও ২ ছক্কা। টানা দুই বিশ্বকাপের সেমিফাইনালে অসাধারণ ব্যাটিং করে তিনি প্রমাণ করেছেন বড় ম্যাচের ক্রিকেটার স্মিথ।

সর্বশেষ খবর