রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
অ্যাশেজ

স্মিথকে আটকাবে আর্চার!

ক্রীড়া ডেস্ক

স্মিথকে আটকাবে আর্চার!

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন মনে করেন, অ্যাশেজ সিরিজে রান মেশিন স্টিভ স্মিথকে আটকাতে পারে জোফরা আর্চার! ক্যারিবীয় বংশোদ্ভুত এই ইংলিশ ক্রিকেটারের এখনো সাদা পোশাকে অভিষেক হয়নি। ওয়ানডেতে বিশ্বচ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছেন তিনি। জেমস অ্যান্ডারসনের ইনজুরির কারণে ইংল্যান্ড যে সমস্যায় পড়েছে তার সমাধান হচ্ছে দ্রুতগতির পেসার আর্চার! শেন ওয়ার্ন বলেন, ‘কোনো ব্যাটসম্যানই চান না ১৪৫ কিলোমিটারের বেশি গতির বল মোকাবিলা করতে।’

এজবাস্টনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ২৫১ রানে জিতে সিরিজে এগিয়ে রয়েছে ১-০। ওই ম্যাচে দুই ইনিংসে ১৪৪ ও ১৪২ রানের দুটি অসাধারণ ইনিংস খেলেছেন স্টিভ স্মিথ। ওয়ার্নার চান লর্ডস টেস্টেও স্মিথের ব্যাটে রানের ফাল্গুধারা অব্যাহত থাকুক। তবে আর্চারের অভিষেক হলে স্মিথের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যাবে বলে মনে করেন তিনি। ওয়ার্ন বলেন, ‘অবশ্যই আমার দেখতে খুব ভালো লাগবে যদি অ্যাশেজের প্রতিটি ইনিংসে সেঞ্চুরি করে স্টিভ স্মিথ। সেটাই কামনা করি। কিন্তু জোফরা আর্চারের অভিষেকে কাজটি খুবই চ্যালেঞ্জিং হবে।’

প্রথম টেস্টেই অভিষেক হওয়ার কথা ছিল আর্চারের। কিন্তু হালকা ইনজুরির কারণে তাকে খেলানোর ঝুঁকি নেননি টিম ম্যানেজমেন্ট। তবে অ্যান্ডারসনের ইনজুরির পর এই টেস্টে তার খেলাটা নিশ্চিত হয়ে গেছে।

এবারের অ্যাশেজ সিরিজে জয়ের জন্য অ্যান্ডারসনকে ঘিরেই স্বপ্ন দেখছিলেন ইংলিশরা। কিন্তু প্রথম ইনিংসে মাত্র ৪ ওভার বোলিং করার পরই কাফ ইনজুরিতে পড়ে যান। দ্বিতীয় ইনিংসেও বোলিং করতে পারেননি তিনি। ওয়ার্ন বলেন, ‘অ্যান্ডারসনের ইনজুরি ইংল্যান্ডের গতিকে থামিয়ে দিয়েছে। জোফরাই পারে তাদের নতুন করে উজ্জীবিত করতে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর