রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ছিটকে গেলেন রুমানা

ক্রীড়া প্রতিবেদক

ছিটকে গেলেন রুমানা

৩১ আগষ্ট পাপুয়া নিউগিনি ম্যাচ দিয়ে বাংলাদেশের টি-২০ মহিলা বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে। তার আগে বেশ বড় একটি ধাক্কা খেয়েছে মহিলা ক্রিকেট দল। দেশের অন্যতম সেরা ক্রিকেটার রুমানা আহমেদ হাঁটুর ইনজুরিতে পড়ে ছিটকে পড়েছেন। এর ফলে স্কটল্যান্ডে ৮ জাতির বাছাইপর্বে অংশ নিতে পারবেন না রুমানা। দেশসেরা অলরাউন্ডারের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মহিলা উইংয়ের ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম। বাছাইপর্ব খেলতে মহিলা ক্রিকেট দল ১৫ আগস্ট ঢাকা ছাড়বে। মূল লড়াইয়ে নামার আগে ১০ দিনের একটি ক্যাম্প করবে আয়ারল্যান্ডে। সেখানে চারটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালাই করে নিবে মহিলা ক্রিকেট দল। গত বছর নেদারল্যান্ডসে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল বাংলাদেশ। ১০ দলের টি-২০ বিশ্বকাপের মূল আসর অস্ট্রেলিয়ায় ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ। চূড়ান্ত পর্বে খেলতে ১০ দল।

২৮ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার ৫২ উইকেট নিয়ে টি-২০ ক্রিকেটে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি এবং ৬৬৩ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। দুরন্ত পারফরমার রুমানা মহিলা দলের ওয়ানডে অধিনায়ক। অসাধারণ ক্রিকেট খেলার ফল হিসেবে গত বছর আইসিসির বর্ষসেরা টি-২০ মহিলা দলে জায়গা পেয়েছিলেন রুমানা। এবারের বাছাইপর্বে নিগার সুলতানার নেতৃত্বে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ ৩ সেপ্টেম্বর। ৫ সেপ্টেম্বর দুই সেমিফাইনাল এবং ফাইনাল ৭ সেপ্টেম্বর। দুই ফাইনালিষ্ট সরাসরি টি-২০ বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর